নাটোরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ৫

নাটোরের বড়াইগ্রামে মাদরাসা সুপারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অভিভাবক সমাবেশে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষের ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয় পক্ষের আহত ছাত্রদল কর্মীরা হলেন—তিরাইল গ্রামের শাকিল হোসেন (২৩), হৃদয় হোসেন (২৮), ইয়ামিন হোসেন (২৩), রিয়াদ হোসেন (২২) ও ইয়াছিন আরাফাত আকিব (২৩)। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার চাকরিচ্যুত সুপার মাওলানা আবুল হোসাইন সাঈদী আদালতের রায় পেয়ে পুনরায় যোগদান করেন। কিন্তু মাদরাসায় আসতে হলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুলকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায় তার সমর্থকরা।

এদিকে, বৃহস্পতিবার মাদরাসায় অভিভাবক সমাবেশ চলাকালে শিমুল ও তার অনুসারীরা মাদরাসায় গিয়ে সুপারের মাদরাসায় আসার প্রতিবাদ করেন এবং তাকে দাওয়াত না দেওয়ায় অভিভাবক সমাবেশ বন্ধ করে দেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, আদালতের রায় পেয়ে আমি মাদরাসায় যাচ্ছি। কিন্তু শিমুল আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় মাদরাসায় যেতে নিষেধ করেছেন। আজ তারাই মাদরাসায় এসে অভিভাবক সমাবেশে ঝামেলা করেছেন।

এ ব্যাপারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বলেন, দীর্ঘদিন মামলা চালানোর কারণে মাদরাসার ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি সে টাকা দিয়ে সুপারকে মাদরাসায় আসতে বলেছি। আমি নিজের জন্য কোনো টাকা চাইনি।

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অভিভাবক সমাবেশের প্রধান অতিথি লায়লা জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, আমি অনুষ্ঠানস্থলে যাওয়ার আগেই দুইপক্ষের সংঘর্ষ হয়। সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত দেখেছি।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
‘প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন’, বিবিসি বাংলাকে নাহিদ May 22, 2025
img
যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ May 22, 2025
img
আপনারা নিজেদের মধ্যে কথা বলুন: ফাহাম আব্দুস সালাম May 22, 2025
img
ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন?: রাশেদ খাঁন May 22, 2025
img
সৌদিতে ফ্ল্যাটে গাজীপুরের দুই ভাই খুন May 22, 2025
img
চাঁদপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, গ্রেফতার ৮ May 22, 2025
img
বাগেরহাটে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে এনসিপির সভায় হট্টগোল May 22, 2025
img
উদ্বোধনের আগেই ভেঙে গেল যুদ্ধজাহাজ May 22, 2025
img
দুই সিটি নির্বাচনের শিডিউল ঘোষণা করতে সরকারকে লিগ্যাল নোটিশ May 22, 2025
img
এনাফ ইটস এনাফ, আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না : রিফাত রশিদ May 22, 2025
img
সামান্থার সাফল্যের অনুষ্ঠানে অতিথি প্রাক্তন শাশুড়ি, প্রশংসায় পঞ্চমুখ May 22, 2025
পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত May 22, 2025
অপারেশন সিঁ'দু'রের পর পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি May 22, 2025
img
হাজারো ‘বাংলাদেশি’ কে ফেরত পাঠাতে চায় ভারত May 22, 2025
img
অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান May 22, 2025
img
জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী! জবাব দিলেন পরিচালক নীরাজ May 22, 2025
img
পর্তুগালের বিপক্ষে সেমির দল ঘোষণা জার্মানির May 22, 2025
img
ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর May 22, 2025
img
ডাচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যস্থতার যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর May 22, 2025
img
দিল্লির বিদায়ের জন্য মুকেশকে দায়ী করলেন বাদানি May 22, 2025