যশোরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এ ঘটনার পর যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসীদের গুলিতে নওয়াপাড়া পৌর কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব মো. তরিকুল ইসলাম নিহিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখার পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করছি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
এসএন