ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়েছিল পিএসএল, যার ফলে অনেক বিদেশি ক্রিকেটার আর পাকিস্তানে ফিরতে পারেনি। যার ফলে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলে বদলি হিসেবে সাকিব আল হাসানকে দলে নিয়েছে লাহোর। পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার, সাকিব আল হাসান, রিশাদ ও মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের আগে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি আগেও পিএসএল খেলেছি এবং প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। গত দশ বছরে পিএসএল অনেক উন্নতি করেছে।
তিনি বলেন, প্লে-অফে কোয়ালিফাই করার জন্য জয় অনেক গুরুত্বপূর্ণ। আমাদের করাচি কিংসের বিপক্ষে ম্যাচটিও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে এবং এটাই আমাদের মূল লক্ষ্য। করাচি কিংস খুব ভালো দল, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
লাহোরের ইতিবাচক ড্রেসিং রুম পরিবেশের প্রশংসা করেন সাকিব। তিনি বলেন, লাহোর কালান্দার্স একটি দারুণ দল। আমি শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফের বিপক্ষে আগে খেলেছি। আর এখন তাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করছি। একে অপরকে জানার ভালো সুযোগ এটা।
দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ স্বীকার করেন সাকিব। এই বিষয়ে সাকিব জানান, উত্তেজনা থাকলেও শারীরিকভাবে মানিয়ে নেওয়াটা সময়সাপেক্ষ। তবে নিজের ফর্ম নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘ সময় পর যখন আপনি আবার ক্রিকেট খেলতে নামবেন, তখন অনেক উত্তেজনা কাজ করে। তবে সেইসঙ্গে দেখতে হয় শরীর কীভাবে রেসপন্ড করে। অনেকদিন পর খেলা কিছুটা আলাদা। সামনে যেসব ম্যাচ আছে, সেগুলো আমার জন্য ভালো হবে।
আগামী ২৮ মে থেকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই সিরিজ প্রসঙ্গে সাকিব বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভালো একটি সিরিজ হবে। দুই দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। তাদের সবাই ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে থাকবে বলেও উল্লেখ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এমআর/টিএ