নওগাঁয় টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে পাকা বোরো ধান, শঙ্কায় কৃষক

নওগাঁর মান্দায় কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মাঠে পাকা বোরো ধান কাটতে পারছেন না কৃষকেরা। কিছু জমিতে ধান কাটা হলেও রোদ না থাকায় শুকাতে না পেরে তা আবার ভিজে যাচ্ছে। ফলে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের ফসল।

অবিরাম বৃষ্টির কারণে ধান শুকানোর সুযোগ না পেয়ে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে।

তাদের ভাষ্য, আমন ধান কাটার পর ওইসব জমিতে সরিষা ও আলুর চাষ হয়েছিল। এতে করে বোরো ধান রোপণে কিছুটা দেরি হয়। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই টানা বৃষ্টিপাত চলায় এখন তারা পাকা ধান কাটতে পারছেন না। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল (২৩ মে) শুক্রবার বিকাল পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত সাত দিনে গড়ে প্রতিদিন বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এ সময়ে সাধারণত আকাশ মেঘলা থাকলেও টানা বৃষ্টির নজির সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি। এ বছরের চিত্র পুরোটাই উল্টো। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আলু আবাদ হয়েছে ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে এবং সরিষা হয়েছে ৫ হাজার ২০০ হেক্টরে। এসব জমিতে আলু ও সরিষা কেটে বোরো ধান রোপণ করতে কিছুটা দেরি হয়েছে। এই দেরির কারণে এখন ধান কাটার মৌসুম পড়েছে বৃষ্টির মধ্শ্মউপজেলার নুরুল্লাবাদ গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, আমন ধান কাটার পর তিন বিঘা জমিতে আলুর চাষ করি। এরপর সেই জমিতে বোরো ধান লাগাই। পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে সেই ধান আর ঘরে তুলতে পারছি না। ক্ষেতেই ধান পচে যাচ্ছে। খুব বিপদে আছি।

একই গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, সুযোগ বুঝে কিছু ধান কেটেছি, কিন্তু শুকাতে না পারায় ধান আবার ভিজে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে। গত ৫-৬ দিনে একদিনও পুরো শুকনো দিন পাইনি। আরো একজন কৃষক বলেন, বোরো ধান রোপণের সময় আমি সার ও কীটনাশক বাকিতে কিনেছি। এখন শুরু হয়েছে হালখাতার মৌসুম। বাকি পরিশোধের জন্য আমাকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে পারিনি। এ অবস্থায় দোকান বাকি পরিশোধের কোনো উপায় দেখছি না।

উপজেলার আরও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, দেরিতে রোপন করা বোরো ধান সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই কাটা মাড়াই শুরু হয়। কিন্তু এবছর ঘন ঘন বৃষ্টির কারণে সেই ধারা ব্যাহত হয়েছে। বৃষ্টি না থামলে ফলনের বেশ বড় একটা অংশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবীব বলেন, গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করছে। রোদ না থাকায় কৃষকেরা ক্ষেতের পাকা ধান কাটতে পারছে না। আবহাওয়া ভালো না হলে বিশ্বগ্রাম চরম ক্ষতির মুখে পড়বেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এবছর অতি বৃষ্টির কারণে দেরিতে রোপণ করা ধান কৃষকেরা কাটতে পারছেন না, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে কৃষকদের দ্রুত ধান কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক বিমানবাহিনীর প্রধান ও তার পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ May 24, 2025
img
বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু May 24, 2025
ড. ইউনূসের পদত্যাগ ঘিরে গোপন বৈঠকে এনসিপি-বিএনপি-জামায়াত! May 24, 2025
২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সারজিসকে! May 24, 2025
img
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক বেছে নিল ভারত May 24, 2025
img
ই-পাসপোর্টের সুবিধা দিতে মালদ্বীপ হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা May 24, 2025
img
অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করা ক্যু’র শামিল : আসাদুজ্জামান ফুয়াদ May 24, 2025
img
ফাইনালে লাহোর, উইকেট নিয়ে আইফোন জিতলেন রিশাদ May 24, 2025
img
‘ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান সিনেমাগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত’ May 24, 2025
img
মায়ানমারে সিমেন্ট নিয়ে যাওয়ার পথে আটক ৫ May 24, 2025
১/১১ 'র বন্দোবস্ত নিয়ে যা বললেন এনসিপি'র নাহিদ May 24, 2025
ইউনূসের ‘পদত্যাগ’ নিয়ে কি বলছে আন্তর্জাতিক মাধ্যম? May 24, 2025
img
ঘোষণাপত্র না হলে জুলাইয়ের আন্দোলনকারীদের ভারত ও আ. লীগ কচুকাটা করবে : শরিফ ওসমান হাদী May 24, 2025
img
খবরটা শুনে সারারাত কেঁদেছি : ইলিয়াস হোসেন May 24, 2025
img
পরিস্থিতি মোকাবিলায় ১০ পরামর্শ আইনজীবী শিশির মনিরের May 24, 2025
img
স্ত্রী-ছেলেসহ জব্দ হলো বিমান বাহিনীর সাবেক প্রধানের ৩৮ ব্যাংক হিসাব May 24, 2025
img
তালা খোলেনি নগর ভবনের, ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা May 24, 2025
img
‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল কালেক্টিভ নেতৃত্বের ফসল’ May 24, 2025
img
ড. ইউনূস পদত্যাগ করলে আবারও রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি দিল প্রবাসীরা May 24, 2025
img
সরকারের কাজে সন্তুষ্ট না হলেও সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম May 24, 2025