আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। এর আগে মঈনউদ্দিনরা মিলে প্রণব মুখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করা হয়েছিল। আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি?’
আজ শনিবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমরা সব বাহিনীকে বলেছি আপনারা পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করবেন।
দেশের স্বার্থে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই, তা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।’
সেনাপ্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার দেখতে পাওয়ার কথা বলতে পারে রাজনৈতিক দল, ব্যক্তি ও জনগণ। এটা কোনো বাহিনীর পুলিশ বা র্যাব বলতে পারে না। ১ জানুয়ারি থেকে নির্বাচিত সরকার দেখতে পাওয়ার আপনি কে? আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে।
তিনি আরো বলেন, ‘চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪-এর গণ-অভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এখান থেকে শিখবেন। গত ১৭-১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ রাস্তায় নামেনি। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে।
'এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সবাই নাই হয়ে যাব।'
এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এসএন