২০০৫ সালে মুক্তি পায় রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের ছবি ‘বান্টি অউর বাবলি’। ছবিটি বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছিল তখন। একই সঙ্গে ওই ছবির ‘কাজরা রে’ গানটি ছিল তখন বলিউডের অন্যতম সেরা আইটেম সং। যে গানে অভিতাভ বচ্চন-অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যায়। তবে পারিবারিক দিক থেকে তখনও বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে ওঠেননি ঐশ্বরিয়া।
‘কাজরা রে’ গানের তাদের সেই নাচের স্টেপগুলি এখনও দেখছে মানুষ। ছেলে-পুত্রবধূ নিয়ে অমিতাভের এই আইটেম সং টির মুক্তি ২০ বছর পেরিয়ে গেলেও এর রয়েছে আলাদা জনপ্রিয়তা। কিন্তু এই গানটি তৈরি নিয়ে যখন কথা চলছিল, তখন এটি নিয়ে নাখোশ ছিলেন অমিতাভ বচ্চন। নির্মাতাদের বলেছিলেন, এই গানের শুট করবেন না, কারণ এটা এক্কেবারেই চলবে না।
‘বান্টি অউর বাবলি’ ছবির পরিচালক শাদ আলি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘যখন আমি এই গানটির আট সেকেন্ডের রিফ শুনি, তখনই আমি জানতাম যে গানটি দুর্দান্ত হিট হতে চলেছে। তবে যশ রাজ এটাকে এক্কেবারে শেষ সংখ্যায় রেখেছিল। কারণ তারা ভেবেছিলেন এই গান চলবে না। এমনকি অমিতাভও এই গানের শুটিং করতে চাননি।’
তবে পরিচালক শাদ আলির এই গানের ক্ষমতার ওপরে বিশ্বাস ছিল। শাদ বলেন, ‘আমি যখন ওকে (অমিতাভ) গানটি শোনার জন্য ডেকেছিলাম... তখন তিনি বলেন, এতে কোনো লাভ হবে না।’ পরিচালক জানান, এটাই গানটি নিয়ে অমিতাভ বচ্চনের ক্রিয়েটিভ ফিডব্যাক ছিল। পরিচালকের কথায়, ‘গানের সব ডুয়েটে তিনি গেয়েছেন... যেখান থেকে এর শুরু, তার সবটুকুই করেছেন। আমিই চেয়েছিলাম অমিতাভ বচ্চন এটি গাইবেন, কিন্তু তিনি তা গাইতে রাজি ছিলেন না এবং চেয়েছিলেন শঙ্কর মহাদেবন এটা গাইবেন।’
শাদ জানান, এরপর গানটি যখন মুক্তি পেল এর জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর একটি টিভি চ্যানেল ওই গানটিকে ‘দশকের সেরা গান’ আখ্যা দেওয়া হয়। এরপর আমি অমিতজির কাছ থেকে মেসেজ পাই। তিনি আমায় লেখেন যে ‘আমি দুঃখিত, যে আমি এই গানটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম।’
এসএন