“কেউ প্লিজ আমাদের এক সিনেমায় কাস্ট করুন”, বছর দুয়েক আগেই ননদ-ভ্রাতৃবধূ একসঙ্গে আর্জি জানিয়েছিলেন। সেই সুযোগ যদিও এখনও পর্যন্ত মেলেনি, তবে এবার আলিয়া ভাটের কান ডেবিউয়ের জন্য মুম্বাইতে বসেই গলা ফাটালেন কারিনা কাপুর।
শুক্রবার রাত থেকেই তোলপাড় নেটপাড়া। হাজার হোক, কাপুর পরিবারের বউমা বলে কথা! উপরন্তু আলিয়া বর্তমানে গ্লোবাল স্টার। ‘হার্ট অফ স্টোন’ ছবির সুবাদে পশ্চিমী বিনোদুনিয়াতেও বন্ধুর সংখ্যা বেড়েছে তাঁর।
২০২৪ সালে মেট গালায় পা রাখে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হলিউডের স্পটলাইট কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী। এবার কান-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। পরনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেস। কানে ছোট্ট হিরে-মুক্তোর দুল। টাইট করে বাঁধা খোপা। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ভিন্টেজ লুকে বাজিমাত করলেন আলিয়া ভাট। আর সেই সাজপোশাকের নেপথ্যে সোনম কাপুরের দিদি রিহা কাপুর। রিহা নিজেও পোশাকশিল্পী। কান কার্পেটের জন্য আলিয়াকে সাজিয়েছেন তিনিই। আর সেই গ্ল্যামার দেখেই চোখ ফেরাতে পারছেন না করিনা কাপুর। ভ্রাতৃবধূকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত তিনি যে ছবি শেয়ার করে ‘ভাই’ বলে সম্বোধন করে ফেলেছেন। সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘আরে রিহা, কী করেছো কী তুমি! মেরে ফেলবে তো! আলিয়াকে অবিশ্বাস্য লাগছে দেখতে।’
প্রসঙ্গত, কাপুর পরিবারের গৃহলক্ষ্মীর সঙ্গে বেজায় সখ্যতা দিদি-বোনদের। রিধিমা, করিশ্মা, করিনাদের সঙ্গে আলিয়ার সম্পর্ক দারুণ। যে কোনও পারিবারিক অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে আড্ডার দিতে দেখা যায়। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন এখন আলিয়া। যার জন্য বউমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাশুড়ি নীতু কাপুর। এবার এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার দূত হিসেবেই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। আর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই কাপুরদের সুপারস্টার বউমার দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা তুঙ্গে।
এসএন