ভারতের কেরালা উপকূলে একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে, যেখানে মোট ৬৪০টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৩টি কনটেইনারে ছিল বিপজ্জনক সামগ্রী।
শনিবার সাগর উত্তাল থাকায় জাহাজটি হেলে পড়ে। এরপর ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালালেও রোববার (২৫ মে) জাহাজটি পুরোপুরি ডুবে যায়।
এক ভারতীয় কর্মকর্তা জানান, জাহাজডুবির ঘটনায় সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জাহাজটিতে ২৪ জন ক্রু ছিল। যাদের সবাইকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। জাহাজে যেহেতু বিপজ্জনক পণ্য ছিল তাই সেখানকার জেলেদের সাগরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, ‘এমএসসি ইএলএসএ ৩’ নামে জাহাজটি দ্রুত সময়ে কাত হয়ে ডুবে গেছে। যেহেতু এটির ভেতর থাকা তেল এখন বের হয়ে আসছে তাই কেরালা উপকূলে প্রাকৃতিক বিপর্যয় দেখা যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটির ট্যাংকে ৮৪ দশমি ৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল ছিল। এছাড়া জাহাজের কিছু কনটেইনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড। এটি সমুদ্রের পানির ছোঁয়ায় আসলে বিপজ্জনক হয়ে ওঠে।
কেরালা উপকূল জীববৈচিত্রে সমৃদ্ধ এবং সেখানে অনেক মানুষ বেড়াতেও যান। এ বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য দূষণ নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড।
দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজের ভেতর থাকা তেল তিন কিলোমিটার গতিতে প্রবাহিত হয়ে বাইরে বের হয়ে আসছে। যা পরিবেশ ও জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করেছে। সূত্র: ওড়িশা টিভি
আরএ/টিএ