সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোমবার (২৬ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষকরা। এতে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এই কর্মসূচির মূল দাবি হলো—সহকারী শিক্ষক পদকে প্রবেশ পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে জটিলতা দূর করা, প্রধান শিক্ষকের সব শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি এবং দ্রুত পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি নিয়ে শিক্ষকরা বলছেন, শিক্ষার মূল ভিত্তি গঠনের দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের সঙ্গে ‘পদমর্যাদা ও বেতন কাঠামোয় বঞ্চনার’ অবসান না হলে আন্দোলন আরও জোরদার হবে।

এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষকরা। গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে, শেষপর্যায়ে আজ থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে গেছেন।

আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র, ঐক্য পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, কনসালটেশন কমিটির সুপারিশ জমা দেওয়ার চার মাস পেরিয়ে গেলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। নয় মাস অপেক্ষা করার পরও শিক্ষকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত থাকায় আমরা বাধ্য হয়েই পূর্ণ দিবস কর্মবিরতির পথ বেছে নিয়েছি।

কি আছে শিক্ষকদের দাবিতে?

শিক্ষকদের তিন দফা মূল দাবির মধ্যে রয়েছে :

১. কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।

এছাড়াও রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমিত রাখার।

বিপাকে পড়বেন শিক্ষার্থীরা

এই পূর্ণ দিবস কর্মবিরতির ফলে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস কাভারেজে বড় ধরনের ধাক্কা লাগবে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। তবে শিক্ষকদের আন্দোলন দীর্ঘায়িত হলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চাঁদপুরে মাদরাসার টিনের চালায় বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্র নিহত May 26, 2025
img
‘কঠিন মনস্তাত্ত্বিক ধাক্কা থেকেই আহতদের বিষপানের চেষ্টা’ May 26, 2025
img
চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে নারীসহ ৫ জনকে পুশইন May 26, 2025
img
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত May 26, 2025
img
কান জয়ে ব্যস্ত আলিয়া, ‘সুপারড্যাড’ রণবীরের সঙ্গেই দিন কাটছে রাহার May 26, 2025
img
আসামের মুখ্যমন্ত্রীর দাবি, বাংলাদেশেরও দুটি ‘চিকেন নেক’ আছে May 26, 2025
img
নরসিংদীতে ডিবি পুলিশের গাড়ি ভাঙচুর, হামলায় আহত ৭ May 25, 2025
গোয়েন্দা সংস্থা বিতর্কে যা জানালেন বাঁধন May 25, 2025
অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোয় সমর্থন নেই জামায়াতের: ডা. শফিকুর রহমান May 25, 2025
জাপানের ৮৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা মেটাবে সোলার প্যানেল May 25, 2025
img
অতিরিক্ত ঘুমের কারণে যেসব রোগ হতে পারে May 25, 2025
img
৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাচ্ছে May 25, 2025
জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে: জামায়াত আমীর May 25, 2025
img
‘স্বৈরাচারের মতো কিছু উপদেষ্টাও নির্বাচনের কথা শুনলে ভয় পান’ May 25, 2025
img
ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব May 25, 2025
img
মেয়েকে নিয়ে পরিচালক প্রভাতের খোলা চিঠি May 25, 2025
img
২৮ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা May 25, 2025
img
প্রকাশিত হলো ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি May 25, 2025
নির্বাচন হলে বিএনপিই সরকার গঠন করবে মন্তব্য নুরের May 25, 2025
এনসিপি থেকে জিকোর অব্যাহতি May 25, 2025