গাজার ৭৭ শতাংশ ভূখণ্ড দখলে নিল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকার ৭৭ শতাংশ এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২৫ মে) এ তথ্য প্রকাশ করেছে।

এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, দখলদার বাহিনী সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকায় সেনা মোতায়েন, ব্যাপক গোলাবর্ষণ এবং জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি, এলাকা ও সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এসবের ফলেই গাজার ৭৭ শতাংশ ভূখণ্ড এখন ইসরায়েলের দখলে।

বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, "গাজার মানুষের ওপর অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল, উপনিবেশবাদ, আগ্রাসন এবং দখলদারিত্বের নিয়ন্ত্রণ, সমস্ত আন্তর্জাতিক আইন এবং নিয়মের স্পষ্ট লঙ্ঘন ও বলপ্রয়োগ করে ইসরায়েল উপত্যকাটি দখল করছে। যা তাদের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটায়।”

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনও স্থায়ী চুক্তিতে রাজি নন বলেও জানান এ দখলদার। গত বুধবার ২১ মে জেরুজালেমে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “আমরা জানি, গাজায় এখনও অন্তত ২০ জন ইসরায়েলি বন্দি জীবিত রয়েছে এবং আরও প্রায় ৩৮ জন সম্ভবত নিহত হয়েছেন। কিন্তু শুধুমাত্র বন্দিদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা হতে পারে।”

গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সমস্ত ইসরায়েলি বন্দিকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত, যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে, গাজা থেকে সেনা সরিয়ে নেয় এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়। কিন্তু নেতানিয়াহু এই শর্তগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং গাজা থেকে হামাসকে উৎখাত, তাদের পুরোপুরি নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্দখল করার কথা জোর দিয়ে বলেছেন।

অবশ্য ইসরায়েলের বিরোধী নেতারা এবং বন্দিদের পরিবার অভিযোগ করেছেন, নেতানিয়াহু চরম ডানপন্থি জোটসঙ্গীদের খুশি রাখতে এবং নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন।

বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, “নেতানিয়াহুর বক্তব্যের মানে হলো—আগামী বহু বছর গাজা দখলে রাখা হবে”। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের কথা বলে নেতানিয়াহু মিথ্যা বলছেন।”  সূত্র: আলজাজিরা, আনাদোলু

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির May 26, 2025
ইউরোপ ভিসা বন্ধে ভারতের ১৩৬ কোটি টাকার ক্ষতি May 26, 2025
ইয়েমেনে হুথিদের কাছে হার মানলো যুক্তরাষ্ট্র May 26, 2025
img
মানবপাচারের অভিযোগে বিএনপি নেতা আবদুল গ্রেফতার May 26, 2025
img
সৌদি আরবে হজে গিয়ে প্রাণ গেল ১০ বাংলাদেশির May 26, 2025
img
গাজায় প্রাণ গেল আরও ১৯ জনের May 26, 2025
img
হজযাত্রীদের সুবিধার্থে রাবারের নমনীয় সড়ক বানাচ্ছে সৌদি May 26, 2025
img
শাকিবের নায়িকা হতে চান অভিনেত্রী ফারিণ May 26, 2025
img
চাঁদা না দেওয়ায় প্রবাসীকে মারধর, হাসপাতালে ভর্তি May 26, 2025
img
সরকারি বাসভবন থেকে সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার May 26, 2025
img
ঈদ যাত্রায় ট্রেনের ৫ জুনের অগ্রীম টিকিট মিলছে আজ May 26, 2025
img
অস্বাস্থ্যকর পরিবেশে মসলা রাখায় ৩০ হাজার টাকা জরিমানা May 26, 2025
img
এবার মোদি নিজ দলের নেতাদেরই শাসালেন May 26, 2025
img
উজানের পানি বৃদ্ধিতে তিস্তায় সম্ভাব্য বন্যা, প্রস্তুতির আহ্বান May 26, 2025
img
আমরা একসঙ্গে মিলেমিশে এ দেশ গড়ব : হাসনাত আবদুল্লাহ May 26, 2025
img
মোদিকে তুরস্ক থেকে আপেল আমদানি বন্ধ করতে বললেন হিমাচলের মুখ্যমন্ত্রী May 26, 2025
img
নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ May 26, 2025
img
পুরনো জাদু নিয়ে নতুন প্রজন্মের ‘খলনায়ক’ আনছেন সুভাষ ঘাই May 26, 2025
img
২৪ বছর পর তামিল সিনেমায় রাভিনা ট্যান্ডনের নতুন অধ্যায় May 26, 2025
img
মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার ঘটনায় আটক ২ May 26, 2025