পিএসএলে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগের ফাইনালে (পিএসএল) কোয়েটার গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২০২ রানের লক্ষ্যে এক বল বাকি থাকতে পেরিয়ে যায় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

রাজাকে বলা যায় পার্শ্বনায়ক। মূল নায়ক তো কুসাল পেরেরা! ৪ ছক্কা ও ৫ চারে ৩১ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন শ্রীলংকান ব্যাটসম্যান। ফাইনালে ওঠার লড়াই বা দ্বিতীয় কোয়ালিফায়ারেও ৩৫ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।

লাহোরের হয়ে শিরোপার স্বাদ পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। যদিও ফাইনালে খেলার সুযোগ পান শুধু রিশাদ।

ছয় নম্বরে রাজা যখন উইকেটে যান, ২০ বলে লাহোরের দরকার ৫৭ রান। অসম্ভব না হলেও, শিরোপা লড়াইয়ের ম্যাচে খুব কঠিন বটে।

প্রথম দুই বলেই মোহাম্মদ আমিরকে চার ও ছক্কা মেরে যাত্রা শুরু করেন রাজা। ওই ওভারে প্রথম চার বলে স্রেফ ২ রান দিয়ে একটি উইকেট নেওয়া পাকিস্তানের অভিজ্ঞ পেসার শেষ দুই বলে দেন ১০।

তিন ওভারে চাই ৪৭। অষ্টাদশ ওভারে খুররাম শাহজাদকে দুটি ছক্কা মারেন পেরেরা। এই ওভারে আসে ১৬ রান।

দুই ওভারে দরকার যখন ৩১ রান, ১৯তম ওভারে আমিরের প্রথম বলে চার মারেন পেরেরা। ওই ওভারের শেষ দুই বলে চার ও ছক্কায় শেষ ওভারে সমীকরণটা ১৩ রানে নামিয়ে আনেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

শেষ ওভারে একটি ওয়াইডসহ ফাহিমের প্রথম তিন বলে আসে ৫ রান। এরপরই রাজার পরপর ছক্কা ও চারে লাহোরের শিরোপা উল্লাস।

এ দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০১ রানের পুঁজি গড়েছিল কোয়েটা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ভালো করতে না পারলেও, চার নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৪৪ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হাসান নাওয়াজ।
৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৮ রানের ক্যামিও আসে ফাহিমের ব্যাট থেকে।

৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে লাহোরের সফলতম বোলার আফ্রিদি। তাদের বাকি চার বোলারের সবাই রান দেন ওভারপ্রতি ১০ এর বেশি।

৪ ওভারে ৪২ রানে একটি উইকেট পান লেগ স্পিনার রিশাদ। এ দিন বোলিংটা ভালো না হলেও, ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে শিরোপা উল্লাসে মেতে উঠলেন তিনি।

আসরে ৭ ম্যাচে ওভারপ্রতি ৯ দশমিক ৩৩ করে রান দিয়ে ১৩ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন রিশাদ।

ভারত ও পাকিস্তানের সংঘাতের জেরে স্থগিত হওয়া আসর পুনরায় শুরুর পর সাকিবকে দলে নেয় লাহোর। এই আসর দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন ৩৮ বছর বয়সি অলরাউন্ডার। যদিও তিন ম্যাচের দুটিতে শেষ দিকে ব্যাটিং পেয়ে রানের দেখা পাননি একটিতেও, বল হাতে প্রাপ্তি কেবল একটি উইকেট।

প্লে-অফের আগে মিরাজকে দলে নেয় লাহোর। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই চ্যাম্পিয়ন হয়ে গেলেন এই অলরাউন্ডার।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ May 26, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে মাল্টা, ঘোষণা প্রধানমন্ত্রীর May 26, 2025
img
দুপুরের মধ্যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস May 26, 2025
img
হত্যা চেষ্টা মামলায় পটিয়ার যুবলীগ নেতা গ্রেফতার May 26, 2025
img
ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া May 26, 2025
ঈদে আসছে ‘তাণ্ডব’, চমক হিসেবে থাকছেন সিয়াম May 26, 2025
সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির May 26, 2025
ইউরোপ ভিসা বন্ধে ভারতের ১৩৬ কোটি টাকার ক্ষতি May 26, 2025
ইয়েমেনে হুথিদের কাছে হার মানলো যুক্তরাষ্ট্র May 26, 2025
img
মানবপাচারের অভিযোগে বিএনপি নেতা আবদুল গ্রেফতার May 26, 2025
img
সৌদি আরবে হজে গিয়ে প্রাণ গেল ১০ বাংলাদেশির May 26, 2025
img
গাজায় প্রাণ গেল আরও ১৯ জনের May 26, 2025
img
হজযাত্রীদের সুবিধার্থে রাবারের নমনীয় সড়ক বানাচ্ছে সৌদি May 26, 2025
img
শাকিবের নায়িকা হতে চান অভিনেত্রী ফারিণ May 26, 2025
img
চাঁদা না দেওয়ায় প্রবাসীকে মারধর, হাসপাতালে ভর্তি May 26, 2025
img
সরকারি বাসভবন থেকে সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার May 26, 2025
img
ঈদ যাত্রায় ট্রেনের ৫ জুনের অগ্রীম টিকিট মিলছে আজ May 26, 2025
img
অস্বাস্থ্যকর পরিবেশে মসলা রাখায় ৩০ হাজার টাকা জরিমানা May 26, 2025
img
এবার মোদি নিজ দলের নেতাদেরই শাসালেন May 26, 2025
img
উজানের পানি বৃদ্ধিতে তিস্তায় সম্ভাব্য বন্যা, প্রস্তুতির আহ্বান May 26, 2025