উজানের পানি বৃদ্ধিতে তিস্তায় সম্ভাব্য বন্যা, প্রস্তুতির আহ্বান

তিস্তা নদীতে আগামী ৩০ ও ৩১ মে উজানের ঢলের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তার দাবি, ওই সময়ে ভারতের আসাম রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে গজলডোবা বাঁধের সব গেট খুলে দেওয়া হতে পারে। এর প্রভাবে হঠাৎ করে তিস্তা নদীর বাংলাদেশ অংশে ভয়াবহ ঢল নামার আশঙ্কা রয়েছে।

রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোস্তফা কামাল পলাশ এ সতর্কবার্তা দেন। তিনি জানান, ভারতের আসাম রাজ্যে ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ৫০০ থেকে ৮০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ভারতের গজলডোবা বাঁধের সব গেট খুলে দেওয়া হতে পারে। ফলে বাংলাদেশের তিস্তা নদীতে হঠাৎ করে প্রচণ্ড ঢল নেমে আসতে পারে।

মোস্তফা কামাল লেখেন, পানি সম্পদ মন্ত্রণালয় এবং গণমাধ্যমের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। তিস্তা ব্যারাজের উজানে যেসব পানি আটকে রাখা হয়েছে, সেগুলো যেন ২৯ মের মধ্যে ছেড়ে দিয়ে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়। এতে করে আকস্মিক ঢলের ধাক্কা সামলানো সহজ হবে।

তিনি আরও লেখেন, ভারতের গজলডোবা বাঁধের গেট খোলার সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। এখনই ব্যবস্থা না নিলে তিস্তার নিচু চরাঞ্চল প্লাবিত হতে পারে। এ প্রেক্ষিতে আগামী ২৯ তারিখের আগেই দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উজানে পানির প্রবাহ নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত দুই দিন ধরে তিস্তা নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে। গত ১৫ মে থেকে ভারতের দো-মহনী পয়েন্ট থেকে পানির তথ্য আদান-প্রদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা, দুপুর ১২টা ও বিকেল ৫টায় সরাসরি বার্তা বিনিময় হয়। ২৫ মে বিকেলের তথ্যমতে, ভারতের গজলডোবা ও দো-মহনী পয়েন্টে পানির লেভেল অনেক নিচে রয়েছে। ফলে বাংলাদেশের তিস্তা ব্যারাজেও পানির প্রবাহ অনেক কমে গেছে। আমাদের তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (গেট) গত ৭ দিন ধরেই খোলা রয়েছে। এখন আর তা বন্ধ করা হচ্ছে না। আগাম বর্ষার কারণে হঠাৎ করে যে কোনো সময় পানির প্রবাহ বাড়তে পারে।

নুরুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে সতর্কতা পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তিস্তা নদীর সঙ্গে আসাম রাজ্যের সরাসরি সংযোগ না থাকলেও সিকিম, দার্জিলিং, শিলিগুড়ি, সেবক, জলপাইগুড়ি ও কোচবিহার হয়ে এর প্রবাহ বাংলাদেশে আসে। আসাম রাজ্যের ওপর ভারী বৃষ্টি হলে তার প্রভাব সিকিম ও তিব্বতের দিকে গিয়ে তিস্তায় এসে পড়তে পারে। এ ছাড়া আসামের বৃষ্টির পানি ব্রহ্মপুত্র নদ দিয়ে কুড়িগ্রাম অঞ্চলে ঢল নামাতে পারে। মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস ও সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে তিস্তা ও ব্রহ্মপুত্র নদী দুটিকেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানকে শ্রীকান্তের খোঁচা, ‘অজুহাত দিয়ে এসো না’ Jan 27, 2026
img
প্রচারে হামলা মূলত কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ: হাসনাত আব্দুল্লাহ Jan 27, 2026
img
দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর : আসিফ নজরুল Jan 27, 2026
img
মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে হবে প্রতিরক্ষা শিল্প পার্ক Jan 27, 2026
img
আমার শাশুড়িকে জাহান্নামের ভয় দেখিয়ে ভোট চায় তারা : বিএনপি প্রার্থী Jan 27, 2026
img
গণভোটের জন্য অতো ক্যাম্পেইন হচ্ছে না : আন্দালিব রহমান পার্থ Jan 27, 2026
img
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ Jan 27, 2026
img
কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলাম Jan 26, 2026
img
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ গেল অন্তত ৫০ জনের Jan 26, 2026
img
একটি দল তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে : নাহিদ ইসলাম Jan 26, 2026
img
বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি Jan 26, 2026
img
দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন: আলতাফ হোসেন চৌধুরী Jan 26, 2026
জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম Jan 26, 2026
বর্ষাসহ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অনন্ত Jan 26, 2026
img
‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’ Jan 26, 2026
শোবিজে আলোচনায় অপু ও বুবলী Jan 26, 2026
img
পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ Jan 26, 2026
img
মাছের ঘেরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার Jan 26, 2026
img
এবার বলিউডে জেনিফার! Jan 26, 2026
img
শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো: মির্জা ফখরুল Jan 26, 2026