মাগুরার মহম্মদপুরে পাপিয়া দত্ত (৩৬) নামে সমাজসেবা অধিদপ্তরে কর্মরত একজন সমাজসেবা কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসে শিশু সুরক্ষা প্রকল্পের একজন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে মহম্মদপুর উপজেলা পরিষদের অভ্যন্তরের প্রমোট মহিলা হোস্টেলের নিচতলার কক্ষে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রমোটে বসবাসরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাপিয়া দত্ত একাই তার কক্ষে বসবাস করতেন। তার স্বামী মিঠুন ধর একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে খুলনায় কর্মরত। তার একমাত্র মেয়ে লেখাপড়ার জন্য সেখানে বাবার সঙ্গেই থাকে।
রোববার সন্ধ্যায় ওই হোস্টেলের দ্বিতীয় তলায় বসবাসরত একজন ভিডিপি সদস্য তার কক্ষে খোঁজ করতে গেলে বিছানার এককোণায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি অন্যদের জানান।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রব বলেন, উপজেলা পরিষদের অভ্যন্তরে সরকারিভাবে পরিচালিত কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষে পাপিয়া দত্ত একাই বাস করতেন। তার ১২ বছরের কন্যা সন্তান রয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরআর/এসএন