একটি নতুন অধ্যায়ের সূচনা হলো ব্রাজিলিয়ান ফুটবলে। ইতিহাস গড়তে রোববার রাতে রিও ডি জেনেইরোর মাটি ছুঁলেন কার্লো আনচেলত্তি—একজন ইউরোপিয়ান কিংবদন্তি কোচ, যিনি এবার দায়িত্ব নিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে।
সেলেসাওয়ের হলুদ ক্যাপ মাথায়, হাসিমুখে বিমানবন্দর থেকে বেরিয়ে আনচেলত্তি যেন এক নতুন যুগের আগমনী বার্তা দিয়েই এলেন। তার অভ্যর্থনায় আগে থেকেই প্রস্তুত ছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভক্তদের করতালি, ক্যামেরার ফ্ল্যাশ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যেন জানান দিচ্ছিল—এই আগমন শুধুমাত্র একজন কোচের নয়, বরং বিশ্বজয়ের স্বপ্ন ফেরানো এক বিশ্বাসের।
৭৫ বছর আগে আর্জেন্টিনার ফিলপো নুনিয়েজ একমাত্র বিদেশি হিসেবে ব্রাজিলকে সাময়িকভাবে কোচিং করিয়েছিলেন, কিন্তু আনচেলত্তি এসেছেন দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে। সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে ব্রাজিল দলের কোচ হিসেবে উপস্থাপন করবে সিবিএফ।
তার প্রথম ম্যাচ ৫ জুন, কিতোর উচ্চতায় ইকুয়েডরের বিপক্ষে। এর পাঁচ দিন পর, ১০ জুন, নিজ মাঠ মারাকানায় প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ১৫ ও ১৬তম রাউন্ডে সেলেসাও এখন ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে পিছিয়ে ১০ পয়েন্ট।
আনচেলত্তি তার দায়িত্ব নেওয়ার আগেই জমা দিয়েছেন একটি ৫০ সদস্যের প্রাথমিক স্কোয়াড—যেখানে রয়েছেন নেইমার, এবং ফ্লামেঙ্গোর ছয়জন খেলোয়াড়। এই তালিকা থেকে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে আগামী কয়েক দিনের মধ্যেই।
রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের হয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে চূড়ান্ত সাফল্য ছোঁয়া আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শেষ হবে ২০২৬ বিশ্বকাপের পর।
বিদায়ী ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়ালের ২–০ জয় ছিল তার মাদ্রিদ অধ্যায়ের শেষ বাঁশি।
আনচেলত্তির আগমন এমন এক সময়ে, যখন ব্রাজিল ফুটবল একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজের জালিয়াতির ঘটনায় পদচ্যুতির পর সদ্য দায়িত্ব নিয়েছেন সামির শাউদ। সিবিএফের তরফ থেকে একটি বার্তায় বলা হয়, ‘স্বাগতম, কার্লো আনচেলত্তি। ব্রাজিল এখন আপনার ঘর।’
প্রথম ম্যাচের আগেই আনচেলত্তির নাম ঘিরে সামাজিক মাধ্যমে চলছে আলোড়ন। ইউরোপীয় ঘরানার কৌশল ও ঠাণ্ডা মস্তিষ্কের পরিচিত এই কোচকে ঘিরে আশা—তিনি সেলেসাওকে এনে দিতে পারেন বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ।
আরএম/এসএন