অভিনয়জীবনের মধ্যগগনে, খুব অল্প বয়সেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সদ্য ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে নজরকাড়া উপস্থিতির পর, এবার উড়াল দিয়েছেন স্পেনে বন্ধু তানিয়া সাহা গুপ্ত ও ডেভিড অ্যাঞ্জেলভের বিয়েতে যোগ দিতে। রঙিন লেহেঙ্গা ও স্টাইলিশ লুকে মাতিয়ে দিয়েছেন বিয়ের মঞ্চ, ছড়িয়ে পড়েছে তার হাস্যোজ্জ্বল ছবি।
তবে মিষ্টি এই মুহূর্তের মাঝেও শান্তি নেই আলিয়ার জন্য। কারণ বিয়েতে ছিলেন না মেয়ে রাহা বা স্বামী রণবীর কাপুর। আর এতেই শুরু হয়েছে নেটিজেনদের কটাক্ষ। অনেকেই প্রশ্ন তুলেছেন—বন্ধুর বিয়েতে যাওয়া গেল, কিন্তু মেয়েকে সঙ্গে নেওয়া গেল না কেন?
আলিয়াকে তুলনা করা হচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে, যিনি আরাধ্যাকে সবসময় সঙ্গে রাখেন। মন্তব্যও এসেছে—"ঐশ্বর্যাকে দেখে শেখা উচিত আলিয়ার।" যদিও ঐশ্বর্যাও এক সময় কটাক্ষের মুখে পড়েছিলেন মেয়েকে সর্বত্র নিয়ে যাওয়ার জন্য।
তাহলে কি কোনও সিদ্ধান্তেই প্রশান্তি নেই নায়িকাদের জীবনে? প্রশ্ন থেকেই যাচ্ছে।