অভিনয়, সৌন্দর্য আর নৃত্যে অগণিত দর্শকের হৃদয় জয় করা মাধুরী দীক্ষিত শুধু ‘ধক ধক গার্ল’ হিসেবেই নন, ব্যক্তিগত জীবন নিয়েও বলিউডে বহুবার হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
১৯৮৪ সালে বাংলা চলচ্চিত্রের তারকা তাপস পালের সঙ্গে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেন মাধুরী। এরপর একের পর এক হিট ছবি ও জনপ্রিয় জুটিতে জায়গা করে নেন দর্শকের হৃদয়ে। বিশেষ করে অনিল কাপুরের সঙ্গে তাঁর রসায়ন ছিল নজরকাড়া। তবে শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল তুঙ্গে। এমনকি শোনা যায়, অনিলের স্ত্রী সুনীতার আপত্তিতে দুজন একসময় একসঙ্গে কাজ করা থেকে বিরত থাকেন।
মাধুরীর প্রেমের গুঞ্জন থেমে থাকেনি এখানেই। ‘সাজন’ ছবির সেট থেকে সঞ্জয় দত্তের সঙ্গে ঘনিষ্ঠতার শুরু—এমনটাও দাবি করেছেন বলিপাড়ার অনেকে। তখন সঞ্জয় ছিলেন বিবাহিত, আর স্ত্রী রিচার সঙ্গে দূরত্বের জন্য নাকি দায়ী ছিলেন মাধুরী। তবে ১৯৯৩ সালে সঞ্জয়ের গ্রেফতারির পর নায়িকা নাকি সরে দাঁড়ান সেই সম্পর্ক থেকে।
মাধুরীর নাম জড়িয়েছে আরও বহু তারকার সঙ্গে—জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী এমনকি ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার সঙ্গেও। জাদেজার সঙ্গে বিয়ের গুঞ্জনও উঠেছিল এক সময়, যদিও শেষ পর্যন্ত ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী।
আজ তিনি দুই সন্তানের মা এবং সফল সংসারী। তবুও বলিপাড়ায় এখনও ফিরে ফিরে আসে তাঁর সেই রঙিন অতীতের গল্প।
আরএ