খুলনার ডুমুরিয়া উপজেলায় খাদে পড়ে আজহারুল (২১) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলিম নগর এলাকার আলমগীরের ছেলে। তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘সকালে ইটবোঝাই ট্রাক নিয়ে ডুমুরিয়া থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন আজহারুল। পথে ঝিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালো সে বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরএম/এসএন