রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে একটি পোশাক তৈরি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর খালাসি (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া আলমগীরের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঝালকুড়ি এলাকায়। তার বাবার নাম হাসেম খালাসী।
কারখানার কর্মচারী রোহান জানান, রায়েরবাগ রানা পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত ‘সজিব গার্মেন্টস’ নামে একটি ছোট কারখানার মালিক আলমগীর। সকালে কারখানায় আসার পর মেশিন থেকে বিদ্যুতায়িত হন তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
আরএম/এসএন