আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’ নিয়ে ইতিমধ্যে তুমুল হৈচৈ শুরু হয়ে গেছে। সিনেমাটির পোস্টার, টিজার নিয়ে চলছে আলোচনা। সিনেমাটিতে শাকিবের সঙ্গে দেখা যাবে জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকাদের।
এরই মধ্যে গুঞ্জন চাউর হয় যে, ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা দিতে পারেন শরিফুল রাজ।
এ ছাড়া এ তালিকায় নাম উঠে এসেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরীরও। তবে এদের কেউই সিনেমাটিতে থাকছেন না বলে জানা গেছে।
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের পিআর কমিউনিকেশন সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’-এ ৪০ সেকেন্ডের ক্যামিও চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে।
ইতিমধ্যে এই অংশের শুটিং শেষও হয়েছে।
বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির ডাবিং ও সম্পাদনার কাজ। সব কাজ শেষ করে চলতি সপ্তাহেই তাণ্ডব সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলেও জানা গেছে।
প্রযোজনাপ্রতিষ্ঠান সূত্রে আরো জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।
‘তাণ্ডব’-এর গল্প লিখেছেন রায়হান রাফি, পরিচালনাও করেছেন তিনি।
পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।
আরআর/এসএন