বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি পরিচিত ও প্রতিভাবান নাম প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলা থেকেই মিডিয়ায় পথচলা শুরু করা এই জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বর্তমানে চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার পিতা সুব্রত চক্রবর্তী একজন খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা। কিন্তু শৈশবেই মাকে হারান দীঘি। সেই শূন্যতা যেন আজও তার জীবনে গভীরভাবে রয়ে গেছে।
একটি সাক্ষাৎকারে দীঘি তাঁর মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং অনুপস্থিতির শূন্যতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “মা ছাড়া জীবনটা অনেক কঠিন ছিল। আমি তখন একেবারেই উঠতি বয়সে ছিলাম। এই সময়টাতে একজন সন্তানের সবচেয়ে বেশি মায়ের প্রয়োজন হয়।”
তিনি আরও জানান, তার বাবা সুব্রত চক্রবর্তী সবসময় একজন “সুপারহিরো” হিসেবে তার পাশে থেকেছেন। মা-বাবা দুজনের দায়িত্বই তিনি একা হাতে সামলেছেন, আর এই ভালোবাসা এবং ত্যাগের জন্য তিনি বাবার প্রতি কৃতজ্ঞ।
মাকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তায় দীঘি বলেন, “অনেক কিছু আসে, যেগুলো আমি হ্যান্ডেল করতে পারি না। সে থাকলে আমার জন্য অনেক ইজি হতো। আমি তাকে অনেক মিস করি।”
অভিনয়ের জগতে দীঘির আগমন ঘটে খুব ছোট বয়সে, গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন দিয়ে, যেখানে তার সহজাত অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করে নেয়। এরপর থেকেই একে একে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং শিশু শিল্পী হিসেবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আরএ/এসএন