ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাঈদ মো. কামরুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি তিনি ডিএনসিসির সিইও’র দায়িত্ব গ্রহণ করেছিলেন। কামরুজ্জামান মাত্র তিন মাস আট দিন উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সিইও কামরুজ্জামানের করপোরেশনের বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত নিয়ে মতানৈক্য চলছিল।
করপোরেশনের একমাত্র স্থায়ী হাট গাবতলী পশুর হাটের ইজারা দেওয়া নিয়েও প্রশাসকের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তার মতবিরোধ তৈরি হয়। হয়তো মতানৈক্যের কারণে হঠাৎ তাকে বদলি করা হয়ে থাকতে পারে। এই হাটের ইজারা নিয়ে সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঙ্গেও প্রশাসকের মতবিরোধ হয়।
তবে সাংবাদিকদের কাছে বদলি ও প্রশাসকের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, আমি সরকারের একজন আজ্ঞাবহ কর্মচারী। সরকার যেখানে আমাকে পদায়ন করবে, আমি সেখানে যেতে বাধ্য। সিটি করপোরেশন ভালো চলুক, এটাই আমি চাই।
এফপি/টিএ