জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। নিপুন অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। আবার নানা সময়ে ব্যক্তিগত সম্পর্ক ও না বিরুপ মন্তব্যের কারণে বির্তকের মুখোমুখিও হয়েছেন তিনি।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে ফারিয়ার বেশ কিছু ছবি। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো শবনম ফারিয়ার নয়। বরং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো তৈরি ও প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Nijal Nandaa’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২০ এপ্রিল প্রকাশিত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর উল্লেখযোগ্য সাদৃশ্য পরিলক্ষিত হয়। মুখমণ্ডলের সামান্য পার্থক্য ছাড়া অন্যান্য উপাদানে ছবিগুলোর মধ্যে মিল দেখা যায়।
প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে একই নারীর আরও অসংখ্য ছবি রয়েছে। বায়োতে তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।
অর্থাৎ, ইন্টারনেট থেকে ওই নারীর ছবি সংগ্রহ করে তাতে এআই প্রযুক্তির মাধ্যমে শবনম ফারিয়ার মুখমণ্ডল বসানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত হতে দাবিকৃত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। প্ল্যাটফর্মটির বিশ্লেষণে দেখা যায়, ছবিগুলোতে ‘Face manipulation’ বা মুখের কৃত্রিম পরিবর্তনের উল্লেখযোগ্য লক্ষণ রয়েছে, যার ভিত্তিতেই এ মূল্যায়ন দেওয়া হয়েছে।
সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে অভিনেত্রী শবনম ফারিয়ার মুখমণ্ডল বসিয়ে ছবিগুলো প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
এমআর/টিএ