অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, রীতেশ দেশমুখ, নানা পাটেকার, চাঙ্কি পাণ্ডে— এক সঙ্গে এক ঝাঁক তারকা আবারও বড় পর্দায়। সৌজন্যে সাজিদ নাদিয়াওয়ালা। ‘হাউসফুল’ সাজিদের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি। এ যাবৎ ‘হাউসফুল’-এর যে ক’টা ছবি মুক্তি পেয়েছে, সেগুলির সব অভিনেতাকে এ বার এক ছাতার তলায় নিয়ে আসতে চলেছেন তিনি। গত কয়েক বছর ধরে সময়টা ভাল যাচ্ছে না অক্ষয়ের। একের পর এক ছবি করছেন। তবে হিট হচ্ছে না কোনওটাই। তাঁর পারিশ্রমিকও নেহাত কম নয়। তার পর অক্ষয়ের ছবি পছন্দ করছেন না দর্শক। এ বার এই ছবিতে কত কোটি টাকা নিলেন অভিনেতা? জবাবে পাল্টা কী প্রশ্ন করলেন অক্ষয়?
মঙ্গলবার মুম্বইয়ে ছিল এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান। ২০ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন প্রায় ৩৫০ কোটির বাজেটের এই ছবিতে। কিন্তু অক্ষয় কি বিশেষ অঙ্কের পারিশ্রমিক পেলেন? অভিনেতা বলেন, ‘‘আমি যে টাকাটাই পাই না কেন, তোমাকে কেন বলতে যাব? তুমি কে হও আমার? যথেষ্ট ভাল পরিমাণ অর্থ পেয়েছি, এ সব জিজ্ঞেস করছেন কেন? বাড়িতে আয়কর হানা দেওয়াবেন নাকি।’’ শোনা যায়, অক্ষয়ের নেশা বলতে নাকি কেবলই অর্থ উপার্জন। নাগরিক হিসেবে অভিনেতা আয়করও দেন পর্যাপ্ত পরিমাণ। সেই জন্যেই কি আয়ের অঙ্ক বলতে তাঁর কোনও দায় নেই? কৌতূহল দর্শকমহলে।
আরআর/এসএন