বরগুনার বামনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়ার পর সেই ভ্যানের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) পাথরঘাটা-বামনা মহাসড়কের ডৌয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোসাঃ সেতারা বেগম (৫৫)। তিনি বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মরহুম আবদুল করিমের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডৌয়াতলা এলাকায় নিজ বাড়ির সামনের সড়ক পাড় হচ্ছিলেন সেতারা বেগম। এ সময় পাথরঘাটা থেকে বামনাগামী একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান গাড়িতে ধাক্কা দেয়। এ সময় ভ্যান গাড়িটি এসে সেতারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সেতারা বেগম মারা যান।
গুরুতর আহত হন ভ্যান গাড়ির চালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। যেহেতু পরিবারের কারো কোনো অভিযোগ নেই, তাই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।