পরিবর্তনের একমাত্র হাতিয়ার তরুণরা। পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের ওপর বিএনপি ভরসা রেখেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, ‘আজ নয়াপল্টনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশে বার্তা দেবেন।’
আজ বুধবার (২৮ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ শুরুর আগে এ কথা বলেন তিনি।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, ‘ইতোমধ্যে তিনটি তারুণ্যের সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।’
২০১৪ সালে একটি বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে একটি নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালে ডামি নির্বাচনে তরুণদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই তিনটি জাতীয় নির্বাচনে যে তরুণদের উপেক্ষিত করা হয়েছে, সেই তরুণরাই ২০২৪ সালে খুনি হাসিনাকে বিদায় করেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা চাই, সুষ্ঠু-সুন্দরভাবে এই তরুণদের যে চাওয়া-পাওয়া, যেই অধিকারের জন্য যুদ্ধ করেছে, সেই একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমরা চাই, একটা নির্বাচনের মাধ্যমে সুশৃঙ্খল একটা সরকার গঠিত হবে। যেই সরকার জনগণের সরকার হবে।’
আরএম/এসএন