মির্জাপুরে প্রবাসীর গাড়িতে ডাকাতি, পুলিশের রেকার হেলপার গুলিবিদ্ধ

টাঙ্গাইলের মির্জাপু‌রে মহাসড়‌কে প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গু‌লি ছু‌ড়ে পা‌লি‌য়ে যায়। ডাকাত‌দের ছোড়া গু‌লি‌তে হাইও‌য়ে পু‌লি‌শের রেকার হেলপার গুরুতর আহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (৩০ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক উপ‌জেলার কুরনী এলাকায় এই ডাকা‌তির ঘটনা ঘ‌টে। আহত রেকার হেলপার তু‌হিন মিয়াকে (২৮) কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। তিনি গতকাল শুক্রবার জর্দান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। রাতে তারা টঙ্গি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামকস্থানে এলে পেছন দিক থেকে আসা একটি হাইয়েস গাড়ি এসে তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে। এরপর ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।

তাদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকিটকি, পুলিশের হ্যান্ড কাপ, বন্দুক, চাপাতি, ছুরি, লাঠি ও দা ছিল। সবাইকে জিম্মি করে ৫-৬টি মেবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ তাদের মালামাল লুটে করে নেয়। চিৎকার করলে গুলি করার হুমকি দেয়।

মহাসড়ক দিয়ে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে হাইওয়ে থানার রেকার হেলপার তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

অপর দিকে প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ ও সুমাইয়া অভিযোগে বলেন, আমাদের ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েলকে সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছে। ডাকাতির সঙ্গে তারা জড়িত বলে মনে হচ্ছে।

এদিকে ডাকাতির খবর রাতে ছড়িয়ে পড়লে পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুলিবিদ্ধ তুহিনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তুহিন বলেন, ডাকাত দলে কমপক্ষে ১০-১২ জন ছিল। তারা এলোপাতাড়ি গুলি ছুড়েছে। গুলি তার হাতে লেগেছে। অস্ত্রপচার করে গুলি বের করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েস গাড়ি ও প্রবাসীকে বহন করা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

জেলা পু‌লিশ সুপার মিজানুর রহমান ব‌লেন, ঘটনার সময় টহলরত পু‌লিশ সদস্যরা এগি‌য়ে যায়। এতে রেকার হেলপার আহত হ‌য়ে‌ছে। অপরাধীদের ধর‌তে অ‌ভিযান চল‌ছে।

উল্লেখ্য, গত বৃহস্প‌তিবার রা‌তে মির্জাপু‌রে মহাসড়‌কে পামও‌য়েল তেলবাহী ট্রাক ডাকা‌তি হয়। এর আগে ২১ মে একই সড়‌কে চলন্ত বাসে ডাকা‌তির ঘটনা ঘ‌টে। এতে বা‌সের যাত্রী‌দের মালামাল লুট ও নারী‌দের শ্লীলতাহা‌ম‌নি করা হয়। 

এসএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সিলেটে বিটিসিএল অফিসে আগুন Nov 13, 2025
img
নোয়াখালীতে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ শিবিরের Nov 13, 2025
img
আ. লীগের কর্মসূচি ঘিরে জাহাঙ্গীরনগরে জাকসু প্রতিনিধিদের অবস্থান Nov 13, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন Nov 13, 2025
img
গভীর রাতে ডিএমপির বিবৃতি, হুঁশিয়ারি ভুয়া ভিডিও নিয়ে Nov 13, 2025
img
বরিশালে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন Nov 13, 2025
img
আ. লীগের নাশকতা প্রতিরোধে ঢাকায় মধ্যরাতে ইসলামী আন্দোলনের মহড়া Nov 13, 2025
img
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন Nov 13, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কাশেম চেয়ারম্যান গ্রেপ্তার Nov 13, 2025
img
নাশকতা এড়াতে নারায়ণগঞ্জে র‌্যাবের চেকপোস্ট Nov 13, 2025
img
সরকার আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিচ্ছে : গোলাম মাওলা রনি Nov 13, 2025
img
বরগুনায় পৌর আ. লীগ নেতা হাদিছুর রহমান গ্রেপ্তার Nov 13, 2025
img
তুরস্কে ইউক্রেনের সঙ্গে আবারও শান্তি সংলাপ শুরু করতে চায় রাশিয়া Nov 13, 2025
img
ঔষধ প্রশাসন অধিদপ্তরে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুদকের অভিযান Nov 13, 2025
img
ঋত্বিক-আবীর আঙ্কেল সিনেমার বাবা, ওদের সঙ্গে শুটিং করি! ওরা তো সত্যিকারের বাবা নয়: অনুমেঘা Nov 13, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ নেতা! Nov 13, 2025
img
রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০ ককটেল-পেট্রোল বোমা জব্দ Nov 13, 2025
img
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আহত মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তা Nov 13, 2025
img
‘দুই মাস ফোন ব্যবহার করিনি, মানুষের মন্তব্য পড়ি না’ Nov 13, 2025
img
মাদারীপুরে বাস টার্মিনালে ২ টি ককটেল বিস্ফোরণ Nov 13, 2025