দেশি গরুতেই মিটবে কোরবানির চাহিদা, অর্থনীতি ছাড়াবে ১ লাখ কোটি টাকা

২০১৪ সালে ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ওই বছরের আগেই, ২০১৩ সালে ভারত থেকে বাংলাদেশে গরু আমদানি হয়েছিল ২৩ লাখ। তবে ভারত রপ্তানি বন্ধ করায় নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটে বাংলাদেশ। স্থানীয় খামারিরা উদ্যোগ নিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ান।

বর্তমানে বাংলাদেশে গরু আমদানি প্রায় শূন্যের কোটায়। যদিও এখনো সীমান্তের ৩-৪টি করিডর দিয়ে গরু অনুপ্রবেশের চেষ্টা চলে, তবে সীমান্তরক্ষীদের কড়াকড়ির কারণে সেটিও অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

চলতি ২০২৫ সালের কোরবানির ঈদের জন্য সারাদেশে ৮ লাখ ৮৭ হাজার ৫৪৪টি খামারে প্রস্তুত হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি কোরবানির উপযোগী পশু। এর মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে সবচেয়ে বেশি—৪৩ লাখ ৪৪ হাজার ৪৯টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ (১৯ লাখ ৭৪ হাজার ৭৪টি) এবং তৃতীয় অবস্থানে খুলনা (১৪ লাখ ৩৪ হাজার ৫৮৭টি)। রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা—এই তিন বিভাগ থেকেই আসবে মোট পশুর প্রায় ৭০ শতাংশ, যার মধ্যে ৩৫ শতাংশ রাজশাহী বিভাগ একাই জোগান দেবে।

চাহিদার তুলনায় এবারে প্রায় ২০ লাখ ৬৮ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, দেশি পশুতেই এবারের কোরবানির ঈদের মোট অর্থনীতি ছাড়িয়ে যেতে পারে এক লাখ কোটি টাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “দেশীয় পশুতেই এবারের কোরবানি সম্ভব হবে। খামারিরা ঘুরে দাঁড়িয়েছেন। মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে যাতে অবৈধ পশু অনুপ্রবেশ না ঘটে। পশুর হাটেও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত অর্থবছরে দেশে কৃত্রিম প্রজনন করা হয়েছে ৫৫ লাখ ৭৭ হাজার পশুর। এর মধ্যে গাভি ও বকনাতে হয়েছে ৩৮ লাখ ৮১ হাজার। কৃত্রিম প্রজননের মাধ্যমে বাছুর উৎপাদন হয়েছে প্রায় ১৭ লাখ এবং ব্রিডিং বুল থেকে সিমেন উৎপাদন হয়েছে ৪৫ লাখ ৪৭ হাজার ডোজ।

কৃষি অর্থনীতিবিদ ও বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম খান বলেন, “সরকার যে চাহিদার হিসাব করছে, বাস্তবে সেটি আরও বেশি হতে পারে। ইফেকটিভ চাহিদা মেটাতে পশুর দাম সহনীয় রাখা জরুরি।”

বিশ্লেষকরা আরও বলেন, বহু প্রতিষ্ঠান এখনো পুরাতন বীজ (সিমেন) দিয়ে প্রজনন চালাচ্ছে, ফলে কাঙ্ক্ষিত ফল মিলছে না। একইসঙ্গে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া, ব্রিডিং এবং কৃত্রিম প্রজননে বৈজ্ঞানিক পদ্ধতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. বয়জার রহমান বলেন, “দেশে পশু উৎপাদনে প্রযুক্তিগত উন্নয়ন, মোটাতাজাকরণ, মানসম্পন্ন ব্রিড এবং সরকারি-বেসরকারি সহায়তা খামারিদের স্বনির্ভর করেছে। তবে দেশীয় জাত সংরক্ষণের বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।”


এসএন 

Share this news on:

সর্বশেষ

img

বিশ্বকাপ বাছাই

লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত ইংল্যান্ডের Oct 15, 2025
img
ব্যর্থতার দায়ে বরখাস্ত সুইডেন কোচ Oct 15, 2025
সোচ্চারের জরিপে এগিয়ে থাকলো ছাত্রশিবির পিছয়ে ছাত্রদল Oct 15, 2025
img
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান ১০০তম Oct 15, 2025
img
এল ক্লাসিকোয় অনিশ্চিত লেভানদোভস্কি Oct 15, 2025
মিরপুরের আগুনের ঘটনা নিয়ে যা বলছে ফায়ার সার্ভিস Oct 15, 2025
প্রটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় প্রধান উপদেষ্টার রোম সাক্ষাৎ Oct 15, 2025
আ. লীগের মিছিলে অর্থ লেনদেন ঘিরে পুলিশের কড়া সতর্কতা Oct 15, 2025
ইন্দো–প্যাসিফিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশে Oct 15, 2025
সরকারের কাছে অনুরোধ, নিহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হোক: জামায়াতের আমির Oct 15, 2025
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি Oct 15, 2025
img
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে প্রাণ গেল অন্তত ১৯ জনের Oct 15, 2025
'আমি ৩০ সেকেন্ডে এমন কিছু বলবো, যেটা বাংলাদেশের পক্ষে যাবে' Oct 15, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াত নেতার বক্তব্য Oct 15, 2025
দুর্নীতি/বাজ জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার বলছে জামায়াত Oct 15, 2025
img
রোনালদোর রেকর্ড, অল্পের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না পর্তুগালের Oct 15, 2025
img
১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা Oct 15, 2025
img
পাবলিক ইস্যু রুল-২০১৫ রহিত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন Oct 15, 2025
img
চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার Oct 15, 2025
img
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপি Oct 15, 2025