বিক্ষোভের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত হলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী

উত্তর এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামস্রাইন ওইয়ুন-এরদেন পদত্যাগ করেছেন। দেশটির জনগণের দুর্নীতি-বিরোধী টানা বিক্ষোভের মুখে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর পদত্যাগ করেন তিনি।

২০২১ সালের জানুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন ওইয়ুন-এরদেন। মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, দুর্নীতিবিরোধী টানা বিক্ষোভের পর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামস্রাইন ওইয়ুন-এরদেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

রাজধানী উলানবাটারে কয়েক সপ্তাহ ধরে চলা প্রতিবাদ-বিক্ষোভের কেন্দ্রে ছিল প্রধানমন্ত্রীর পরিবারের বিলাসবহুল জীবনযাপন। এসব ইস্যু নিয়ে জনরোষ বাড়তে থাকলে পার্লামেন্টে ওইয়ুন-এরদেনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হয়। ১২৬ আসনের পার্লামেন্টে অনাস্থা ভোটে জয় পাওয়ার জন্য ৬৪ ভোটের প্রয়োজন থাকলেও তিনি পেয়েছেন মাত্র ৪৪টি ভোট; বিপক্ষে ভোট পড়ে ৩৮টি।

ভোটের ফল ঘোষণার পর ওইয়ুন-এরদেন বলেন, “মহামারি, যুদ্ধ ও মূল্যস্ফীতির মতো কঠিন সময়ে দেশ ও জনগণের সেবা করতে পেরে আমি গর্বিত।”

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদে আসীন হন ওইয়ুন-এরদেন। এরপর ২০২৪ সালের জুলাইয়ে পুনর্নির্বাচিত হলেও দুর্নীতির অভিযোগ ও জনবিক্ষোভের চাপের মুখে পড়েন তিনি। অনাস্থা ভোটের আগে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “সরকারকে টেনে নামাতে দৃশ্যমান ও অদৃশ্য একাধিক গোষ্ঠী সুসংগঠিত ষড়যন্ত্র চালাচ্ছে।”

তিনি হুঁশিয়ার করেছিলেন, তাকে সরানো হলে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। তবে তার সতর্কবার্তা সংসদ সদস্যদের মন গলাতে পারেনি।

এদিকে পদত্যাগের পর ওইয়ুন-এরদেন এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।

উত্তর এশিয়ার এই স্থলবেষ্টিত গণতান্ত্রিক দেশটি দীর্ঘদিন ধরেই ব্যাপক দুর্নীতির সমস্যায় জর্জরিত। বিশেষ করে কয়লাখনি বাণিজ্য থেকে আসা বিপুল মুনাফা যে কেবলমাত্র ধনী অভিজাত শ্রেণির হাতে কেন্দ্রীভূত হয়েছে, তা নিয়ে বহুদিন ধরে জনমনে ক্ষোভ রয়েছে।

সোমবারও রাজধানীর পার্লামেন্ট ভবনের সামনে শত শত তরুণ-তরুণী সাদা প্ল্যাকার্ড হাতে মিছিল করেন এবং স্লোগান দেন—“পদত্যাগ করা তো সহজ!”

বিক্ষোভকারীরা বলেন, তারা কেবল একজন নেতার অপসারণ নয়, বরং গভীরভাবে গেড়ে বসা দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাদের অসন্তোষ জানাতেই রাস্তায় নেমেছেন।

প্রসঙ্গত, ওইয়ুন-এরদেন ক্ষমতায় আসার পর থেকেই মঙ্গোলিয়ার দুর্নীতির সূচকে র‍্যাংকিং নিচে নেমে গেছে। একই সঙ্গে অর্থনৈতিক অনিশ্চয়তা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিও জনবিক্ষোভকে আরও তীব্র করে তুলেছে।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশের ভারত সফর Nov 18, 2025
img
আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা : তারেক রহমান Nov 18, 2025
img
শেখ হাসিনা উপমহাদেশের ইতিহাসে সেরা খুনি : রেজাউল করিম Nov 18, 2025
img
রাজধানীর আশুলিয়ায় চলন্ত বাসে আগুন Nov 18, 2025
img
অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে: এমরান সালেহ প্রিন্স Nov 18, 2025
img
ক্লাউডফ্লেয়ারের বৈশ্বিক বিভ্রাট স্বাভাবিক হতে শুরু করেছে Nov 18, 2025
img
নওগাঁয় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল Nov 18, 2025
img
বলিউডে নেপোটিজম বিতর্কে সরব কারিনা Nov 18, 2025
img
সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র Nov 18, 2025
img
ভোট দিতে চাইলে প্রবাসীদের ৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক Nov 18, 2025
img
বিগ বসের ঘরে চমক দেখালেন গৌরব খান্নার স্ত্রী Nov 18, 2025
img
রাজধানীর সদরঘাটে সেনাবাহিনীর অভিযানে ককটেল উদ্ধার, আটক ৩ Nov 18, 2025
img
জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিলে গণঅধিকার পরিষদ বর্জন করবে: রাশেদ খান Nov 18, 2025
১০০ টেস্টের মাইলফলক স্পর্শ :মুশফিকের প্রশংসায় ভাসলেন তামিম Nov 18, 2025
সিদ্ধান্ত তার নিজের-মুশফিককে ঘিরে প্রধান কোচের মন্তব্য Nov 18, 2025
২৭ লাখ টাকার অভিযোগে আলোচনায় আমিরুল ইসলাম Nov 18, 2025
ফ্লপ ছবির পর সামাজিক মাধ্যমে হেনস্থা, পায়েলের কাহিনী Nov 18, 2025
img
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে ক্ষুব্ধ হাসনাত, হাইকমিশনারকে তলবের আহ্বান Nov 18, 2025
বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য লড়ছেন জেসিয়া ইসলাম Nov 18, 2025
রাজধানীতে বাড়ছে প্রকাশ্যে হত্যার ঘটনা, ডিএমপির উদ্বেগ Nov 18, 2025