ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয় ইলন মাস্কের টেসলা

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয়। দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহ দিতে সোমবার ভারতের সরকার নতুন একটি প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই প্রকল্পের বিস্তারিত প্রকাশের দিনে দেশটির কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী টেসলার অনাগ্রহের বিষয়ে এমন তথ্য জানিয়েছেন।

গত মার্চে ভারত বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতাদের জন্য প্রণোদনা ঘোষণা করার পরও ইলন মাস্ককে বিনিয়োগে আকৃষ্ট করতে পারেনি। আর সেটা প্রকাশ্যে প্রথমবারের মতো স্বীকার করলেন দেশটির কেন্দ্রীয় শিল্পমন্ত্রী।

গাড়ি উৎপাদনে আগ্রহী না হলেও টেসলা ভারতে দু’টি শোরুম চালু এবং তাদের খুচরা বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, ‘‘মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ভক্সওয়াগেন, হুন্দাই এবং কিয়া ভারতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে আগ্রহ দেখিয়েছে। আমরা টেসলার কাছ থেকে এই ধরনের কিছু প্রত্যাশা করছি না।’’

দেশটির অপর একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, টেসলার একজন প্রতিনিধি প্রথম দফায় অংশীদারদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দফায় টেসলার আর কোনও প্রতিনিধি আলোচনায় অংশ নেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, যদি টেসলা ভারতে কারখানা তৈরি করে; তবে সেটা ‘‘যুক্তরাষ্ট্রের প্রতি অবিচার’’ হবে। ট্রাম্পের এমন সতর্কতার পর ভারতে টেসলার কারখানা স্থাপন কিংবা গাড়ি তৈরি না করার বিষয়টি নিশ্চিত করল দিল্লি।

গত কয়েক বছরে ভারতের বাজারে প্রবেশ করা নিয়ে কয়েক দফা আলোচনা করেছিল টেসলা। এর আগে, ২০২২ সালে ভারতে টেসলার বাণিজ্যিক কার্যক্রম শুরুর একটি পরিকল্পনা নেওয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ওই সময় ভারত সরকার টেসলাকে স্থানীয়ভাবে গাড়ি তৈরির পরামর্শ দিলেও টেসলা রপ্তানির মাধ্যমে ভারতের বাজারের চাহিদা যাচাই করতে চেয়েছিল।

২০২৩ সালে মাস্ক বলেছিলেন, তিনি ভারতের বাজারে বিনিয়োগের ‘‘সঠিক সময় খুঁজে বের করার চেষ্টা করছেন।’’ চলতি বছর ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ইলন মাস্ক। ওই বৈঠকে প্রযুক্তি ও উদ্ভাবনে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

গত বছর ভারত সরকার ঘোষণা দেয়, বৈশ্বিক গাড়ি নির্মাতারা যদি ৫০ কোটি ডলার বিনিয়োগ এবং তিন বছরের মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের জন্য আমদানি শুল্ক কমাবে ভারত। উচ্চ আমদানি শুল্কের কারণে টেসলা ভারতে প্রবেশ করতে পারছে না বলে ইলন মাস্ক অভিযোগ করার পর নরেন্দ্র মোদির সরকার ওই ঘোষণা দিয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনও টেসলার জন্য উপযুক্ত নয়। ভারতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি এখনও মোট যাত্রীবাহী গাড়ির ৩ শতাংশেরও কম। এছাড়া স্থানীয়ভাবে তৈরি অন্যান্য গাড়ির দাম টেসলার বেসিক মডেলের দামের তুলনায় প্রায় অর্ধেক। পাশাপাশি চার্জিং অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থা এতে বেশি বাধা হয়ে দাঁড়াতে পারে।

বর্তমানে ভারতের ইভি বাজারে গাড়ি ব্রিক্রির শীর্ষে রয়েছে টাটা মোটরস। ভারতের বাজারে বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির ৬০ শতাংশেরও বেশি দেশটির এই কোম্পানির। দ্বিতীয় স্থানে রয়েছে এমজি মোটরস; যা ভারতের জেএসডব্লিউ ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ মালিকানাধীন। ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের শেয়ারের পরিমাণ ২২ শতাংশ।


পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ক্লাউডফ্লেয়ারের বৈশ্বিক বিভ্রাট স্বাভাবিক হতে শুরু করেছে Nov 18, 2025
img
নওগাঁয় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল Nov 18, 2025
img
বলিউডে নেপোটিজম বিতর্কে সরব কারিনা Nov 18, 2025
img
সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র Nov 18, 2025
img
ভোট দিতে চাইলে প্রবাসীদের ৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক Nov 18, 2025
img
বিগ বসের ঘরে চমক দেখালেন গৌরব খান্নার স্ত্রী Nov 18, 2025
img
রাজধানীর সদরঘাটে সেনাবাহিনীর অভিযানে ককটেল উদ্ধার, আটক ৩ Nov 18, 2025
img
জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিলে গণঅধিকার পরিষদ বর্জন করবে: রাশেদ খান Nov 18, 2025
১০০ টেস্টের মাইলফলক স্পর্শ :মুশফিকের প্রশংসায় ভাসলেন তামিম Nov 18, 2025
সিদ্ধান্ত তার নিজের-মুশফিককে ঘিরে প্রধান কোচের মন্তব্য Nov 18, 2025
২৭ লাখ টাকার অভিযোগে আলোচনায় আমিরুল ইসলাম Nov 18, 2025
ফ্লপ ছবির পর সামাজিক মাধ্যমে হেনস্থা, পায়েলের কাহিনী Nov 18, 2025
img
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে ক্ষুব্ধ হাসনাত, হাইকমিশনারকে তলবের আহ্বান Nov 18, 2025
বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য লড়ছেন জেসিয়া ইসলাম Nov 18, 2025
রাজধানীতে বাড়ছে প্রকাশ্যে হত্যার ঘটনা, ডিএমপির উদ্বেগ Nov 18, 2025
হাসিনার রায়ের খুশিতে ঢাবিতে ভুড়িভোজ, যা জানালেন আব্দুল কাদের Nov 18, 2025
ঢাকা-১৯ এ পরিবর্তনের আহ্বান এনসিপির Nov 18, 2025
‘স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা’ Nov 18, 2025
img
পোস্টাল ভোট অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে অনন্য সংযোজন : সিইসি Nov 18, 2025
img
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক Nov 18, 2025