হাটে সবার চোখ মীর কাদিমের পিংক গরুতে

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভন্ন গরুর হাটের ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে। হাটজুড়ে গরুর ডাক, দামদর আর দর-কষাকষির মাঝেই উত্তরার দিয়াবাড়ি গরু-ছাগলের হাটে অন্যরকম চাঞ্চল্য তৈরি করেছে বিখ্যাত মীর কাদিমের ‘পিংক কালারের গরু’।


পুরু স্বাস্থ্য ও ব্যতিক্রমী রঙের জন্য গরুটি এরইমধ্যে শত শত মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। হাটে যারা আসছেন তাদের অনেকেই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করছেন ‘এটা কি রঙ করা?’


বুধবার (৪ জুন) দিয়াবাড়ি হাটে দেখা গেছে, পুরো হাটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাঁশ, ত্রিপল, কাদা মাটি পরিষ্কার, পানির ব্যবস্থাসহ সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে ক্রেতা ও বিক্রেতাদের জন্য। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসছেন হাটে পছন্দের কোরবানির পশু কিনতে। এর মাঝেই চোখে পড়ল মীর কাদিমের সেই বিখ্যাত গরুটি—যার গায়ের রঙ সাধারণ বাদামি বা সাদার পরিবর্তে হালকা গোলাপি।

এই পশুর মালিক উজ্জ্বল হোসেন জানান, রাজবাড়ীর পাংশা থেকে আনা এই গরুগুলো নিজস্ব খামারে বড় হয়েছে। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। এর গায়ের রঙ এমনভাবে গোলাপি হয়েছে, অনেকেই প্রথমে দেখে অবাক হয়ে যান। কেউ কেউ জিজ্ঞেস করে, রঙ করা কি না।

তিনি বলেন, এই বছর আমি মোট পাঁচটি বিশেষভাবে লালন-পালন করা গরু নিয়ে হাটে এসেছি। প্রতিটি গরুই আমার নিজ খামারের, কোনো প্রকার স্টেরয়েড বা কৃত্রিম উপাদান ব্যবহার করিনি। আকার, ওজন আর শারীরিক গঠনের ভিত্তিতে গরুগুলোর দাম ৫ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত ধরা হয়েছে।

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি নজর কেড়েছে গোলাপি রঙের বড় গরুটি। এর ওজন প্রায় ৩০ মণের কাছাকাছি, আর দাম চাওয়া হচ্ছে প্রায় ৭ লাখ টাকা। অন্য গরুগুলো আকারে একটু ছোট হলেও স্বাস্থ্য ভালো, দামও তুলনামূলক কম—প্রায় ৫ লাখের মতো।

গরুটি দেখতে আসা এক ক্রেতা বলেন, আমি পুরো হাট ঘুরেছি, এমন গরু দেখিনি। শুধু রঙ না, গরুটার শরীরের গঠন, শান্ত স্বভাব সবকিছুই চমৎকার। এই ধরনের ব্যতিক্রম রঙের গরু সাধারণত খুব একটা দেখা যায় না। এখন ক্রেতারা শুধু ওজন বা সাইজ না, দেখতে সুন্দর গরুও খোঁজে। এটাই এই গরুটার মূল আকর্ষণ।

মীর কাদিমের আরও কয়েকটি গরু নিয়ে আসা আরেক বেপারী মিরাজ হাওলাদার বলেন, গরুর আকার ও আকৃতিভেদে দাম ধরা হয়েছে। সর্বনিম্ন মাঝারি থেকে বড় ধরণের গরু ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। তবে এখনও কেউ কাঙ্ক্ষিত দাম বলেননি। তবে তিনি আশাবাদী, ঈদের আগেই ভালো মূল্যে বিক্রি হবে।

অন্যদিকে, দিয়াবাড়ি হাটের সার্বিক চিত্রও বেশ ইতিবাচক। বিক্রেতারা বলছেন, এবার কোরবানির পশুর সরবরাহ তুলনামূলক ভালো। তবে বৃষ্টি ও কাদার কারণে কিছুটা সমস্যা হলেও হাট কর্তৃপক্ষ বিষয়টি নজরে রেখেছে।

হাটের একজন ব্যবস্থাপক জানান, আমরা প্রতিদিন হাট পরিষ্কার রাখার চেষ্টা করছি। ক্রেতা যেন ভালোভাবে গরু কিনতে পারেন, সেজন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই বলছেন, এবার গরুর দাম কিছুটা বেশি হলেও সাইজ, স্বাস্থ্য ও গঠন অনুযায়ী তা মেনে নেওয়া যায়। তবে কিছু মধ্যস্বত্বভোগীর কারণে দরদামে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা।

আরএম/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
বিমানবন্দরে ৪ নারীর কাছ থেকে উদ্ধার ১০২টি মোবাইল ফোন Dec 01, 2025
img
পাসপোর্ট নাকি ট্রাভেল পাস : তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাড়ছে প্রশ্ন! Dec 01, 2025
img
রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপে Dec 01, 2025
img
হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী বদল Dec 01, 2025
img
খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে : আমানউল্লাহ আমান Dec 01, 2025
img
শৈশবের নির্যাতনের গল্পে ভেঙে পড়লেন জয়া ভট্টাচার্য Dec 01, 2025
img
রংপুরে ডাক পাওয়া কে এই ইতালির ক্রিকেটার Dec 01, 2025
img
রণবীরের ধুরন্ধর লুকে মুগ্ধ দীপিকা Dec 01, 2025
img
ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে Dec 01, 2025
img
সামান্থার স্বামী কে এই রাজ নিদিমোরু? Dec 01, 2025
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে বিপদে টিউলিপ! Dec 01, 2025
খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন সাকি Dec 01, 2025
দেশে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ Dec 01, 2025
শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে ব্যর্থ রিয়াল, টানা তিন ম্যাচে ড্র Dec 01, 2025
img
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ Dec 01, 2025
img
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে Dec 01, 2025
img
দর্শকরা আবারও আমাদের জুটি হিসেবে দেখতে চান : তৌসিফ Dec 01, 2025
img
খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না: রুমিন ফারহানা Dec 01, 2025
img
অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স নভেম্বরে Dec 01, 2025
img
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের Dec 01, 2025