বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লন্ডনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’ আজ মঙ্গলবার (১০ জুন) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ‘গতকাল আমাদের স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ থাকার পরেও অনলাইনে যুক্ত ছিলেন। সেখানে তিনি জানান, বৈঠকের জন্য ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে।
আগামী ১৩ জুন লন্ডন সময় ৯ থেকে ১১ টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি, এই স্বাক্ষাৎ দেশের সংকটগুলো কাটিয়ে উঠতে পজেটিভ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, রাজনৈতিক যে অবস্থা তাতে এটি একটি বড় ইভেন্ট। এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে।’
এই বৈঠক জাতীয় ও আন্তর্জাতিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরআর/টিএ