জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯ ক্রেডিটের নতুন আইসিটি কোর্স চালুর পরিকল্পনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ফ্রিল্যান্সিং-এআই যুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ফয়েজ আহমদ তৈয়্যব। দেশের আইসিটি খাতকে কাঠামোগতভাবে সুদৃঢ় ও টেকসই করতে বর্তমান সরকার নীতিগত ভিত্তি তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (১২ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এবারের বাজেটে আমি নতুন কোনো প্রকল্প চাইনি। আমাদের লক্ষ্য—যেসব পুরনো ও অপ্রয়োজনীয় ক্ষত রয়েছে, সেগুলো দূর করে একটি শক্ত ভিত্তি তৈরি করা।


তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতের কাঠামোগত উন্নয়নের জন্য ডেটা, ক্লাউড সিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) সংশ্লিষ্ট খাতে নীতিমালার ভিত্তি তৈরির কাজ চলমান রয়েছে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের সরকারগুলো আইসিটি খাতকে আরো সমৃদ্ধ করতে পারবে।


ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, আগামী অর্থবছর থেকেই যেন আবারো ফ্রিল্যান্সার প্রণোদনা চালু হয়, সেই লক্ষ্যে কাজ করছি।


এবারের বাজেট প্রস্তাবনায় ডিজিটাল লেনদেনে ভ্যাট বৃদ্ধির বিষয়ে কালের কণ্ঠের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল লেনদেনের ওপর ভ্যাট আরোপ অনৈতিক। আমি চাই এগুলো পুরোপুরি ফ্রি হোক।


তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।


এই কোর্সে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তোলা যায়।

প্রবাসীদের সুবিধার্থে সরকার বেশ কিছু ডিজিটাল সেবা যেমন—পাসপোর্ট ভেরিফিকেশন, পাওয়ার অব অ্যাটর্নি, বিবাহ সনদ ইত্যাদি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, মিশন উপ-প্রধান কাজী এহসানুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান এবং প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম, যিনি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন।


সভায় অংশ নেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ ও সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, এনসিপি প্রতিনিধি ইফতেশাম চৌধুরী ও ইশতিয়াক আকিব, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম ও তোফায়েল আহমদ এবং সাংবাদিক আবু তাহিরসহ অনেকে।


কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের হাতে নতুন জে-৩৫, উদ্বেগ বাড়ছে ভারতের Aug 07, 2025
img
দীপু মনির অন্যায় আবদার রাখতে বাধ্য করতেন, আদালতে দাঁড়িয়ে ভিসি ড. কলিমুল্লাহ Aug 07, 2025
img
জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি: ছাত্রশিবির Aug 07, 2025
img
দ্বিতীয় সপ্তাহেই ৮০ কোটির দোরগোড়ায় নরসিমহা Aug 07, 2025
img
‘আওয়ামী লীগের লোক’ ঢোকায় দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির কার্যালয় Aug 07, 2025
img
মা হারালেন ব্র্যাড পিট Aug 07, 2025
img
ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে ভারতে সফরে আসছেন পুতিন Aug 07, 2025
img
ফিরে আসতে চান অরুণা বিশ্বাস Aug 07, 2025
img
ঘুরতে যাওয়া অপরাধ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী Aug 07, 2025
img
পাপিয়ার দুর্নীতি মামলার রায়ের তারিখ নির্ধারণ Aug 07, 2025
img
‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত সাবেক ফুটবলার আল ওবেইদ নিহত Aug 07, 2025
img
দুদকের করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে সাবেক বেরোবি উপাচার্য Aug 07, 2025
img
বাবা হারালেন সালমান খানের দেহরক্ষী শেরা Aug 07, 2025
img
বিয়ে করার একদম ইচ্ছে নেই : তানিয়া বৃষ্টি Aug 07, 2025
img
হৃতিকের তালে এনটিআরের পাল্টা ছক্কা, ভাইরাল গানের ঝলক Aug 07, 2025
img
বেছে বেছে ম্যাচ খেলা নিয়ে বুমরাহর ওপর নজর বিসিসিআইয়ের Aug 07, 2025
img
সংস্কার কমিশনের ১২১ সুপারিশের মধ্যে বাস্তবায়ন করা হয়েছে ১৬টি Aug 07, 2025
img
কারিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য উপভোগ করেছিলেন অর্জুন, ভাইরাল পুরনো মন্তব্য Aug 07, 2025
img
হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না : আসিফ আকবর Aug 07, 2025
img
‘এক বছরে ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে বাংলাদেশ’ Aug 07, 2025