স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের চেয়ে করোনাকালে মৃত্যু বেশি ছিলো: আইসিডিডিআরবি

করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল; প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এমন দাবি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষকরা। তাদের মতে, যারা হাসপাতালে আসেননি, যারা করোনার সব উপসর্গ নিয়ে ভুগেছেন তাদের মৃত্যু সরকারি পরিসংখ্যানে নেই। সীতাকুণ্ড এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আলাদা দুটি গবেষণা করেন তারা। এছাড়াও চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেটে উল্লেখ করা হয়, করোনাকালে ২০২০ ও ২০২১ সালে দেশে বাড়তি ৪ লাখ ১৩ হাজার মানুষের মৃত্যু হয়। এর কোনো তথ্যই লিপিবদ্ধ হয়নি।

২০২০ সালের ১৮ মার্চ। মহামারি করোনা ভাইরাসে প্রথম মৃত্যু দেখে দেশ। এরপর দিন বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়ত চলতে থাকে মৃত্যুর সঙ্গে বেঁচে থাকার লড়াইও।

বছর পাঁচেক পরে এসে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর করোনায় দেশে মৃত্যু হয় ৪ জনের। সব মিলিয়ে ১৫ জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৫০৩ জন।

এর আগে করোনায় মৃত্যু শূন্য ছিল ২০২৪ সাল। ২০২৩ সালে মারা যান ৩৭ জন এবং ২০২২ সালে মারা যান এক হাজার ৩৬৮ জন। করোনায় মোট মৃত্যু হওয়া বাকি ২৮ হাজার ৯৪ জনের মৃত্যু হয় ২০২০-২১ সালে।

করোনাকালীন স্বাস্থ্য অধিদপ্তরের এমন পরিসংখ্যান বাস্তবে ছিল ভিন্ন। সে সময়ে মৃত্যুর যে সংখ্যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি মৃত্যু হয়েছে বলে দাবি আইসিডিডিআরবি’র গবেষকদের। করোনার সময়ে মৃত্যুর সংখ্যা নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আলাদা দুটি গবেষণা হয়।

তাদের মতে, সরকারি হিসাবে আছে শুধু হাসপাতালে মৃত্যুর তথ্য। যারা হাসপাতালে আসেননি, যারা করোনার সব উপসর্গ নিয়ে ভুগেছেন তাদের মৃত্যুর তথ্য সরকারি পরিসংখ্যানে নেই। এছাড়া ২০২২ সালের ১০ মার্চ বাড়তি মৃত্যুর অনুমতি সংখ্যা প্রকাশ করে চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেটে উল্লেখ করা হয়, করোনাকালে শুধু ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশে বাড়তি ৪ লাখ ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আইসিডিডিআর’র বিজ্ঞানী আহমেদ এহসানুর রহমান বলেন , কোভিডের সময় বিশেষ করে ২০২০ সালে অনেক অতিরিক্ত মৃত্যু হয়েছে। যেগুলো প্রত্যক্ষভাবে কোভিডের জন্য, আবার একইসঙ্গে পরোক্ষভাবে কোভিডকালীন। অনেক ঘটনা এমন ঘটেছে, কেউ করোনায় ভুগছেন কিন্তু কোনো কারণে ডায়াগনোসিস করা হয়নি। তাই সেই তথ্য সরকারি নথিতে আসেনি।

বাস্তবের এমন চিত্র আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান, তবে কি করোনায় মৃত্যুর তথ্য গোপন করেছিল তৎকালীন সরকার? এমন প্রশ্নে আইসিডিডিআরবি’র গবেষক বলছেন, অতীতে করোনাকালীন সব মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হয়নি। সরকার তথ্য গোপন করেছে কিনা জানি না। তবে সরকার সেসময় নিজেদের মতো করে রিপোর্ট করেছে।

এদিকে বর্তমানেও শুধু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বিবেচনা না করে অন্যান্য মৃত্যুর তথ্যও পর্যালোচনা করার তাগিদ আহমেদ এহসানুর রহমানের।

করোনাকালে মৃত্যু নিয়ে সীতাকুণ্ডে করা গবেষণাটি ২০২৪ সালে জার্নাল অব গ্লোবাল হেলথ–এ প্রকাশিত হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মৃত্যু নিয়ে গবেষণাটি প্রকাশ হয় চলতি বছর।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার Nov 15, 2025
img
কিউই তারকা পেসারকে কোচ বানাল শাহরুখের দল Nov 15, 2025
img
টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল Nov 15, 2025
img
চুয়াডাঙ্গায় বিএনপির ৫৩ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে Nov 15, 2025
img
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার হওয়া নারীর জামিন নামঞ্জুর Nov 15, 2025
img
গ্ল্যামার নিয়ে প্রথমদিকে সমালোচনার মুখে পড়েছিলেন কোয়েল মল্লিক Nov 15, 2025
img
মেসি-মার্টিনেজের গোলে বছরের শেষটা দারুণ এক জয়ে রাঙালো আর্জেন্টিনা Nov 15, 2025
img
মায়ের ত্যাগ স্মরণ করে আবেগাপ্লুত বোমান ইরানি Nov 15, 2025
img
অভিনেত্রী কামিনী কৌশল আর নেই Nov 15, 2025
img
জামায়াতের শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কর্মীর Nov 14, 2025
img
বিয়ে ও মাতৃত্বের ইচ্ছা প্রকাশ করলেন শেহনাজ গিল Nov 14, 2025
img
ঈদগাহ মাঠের ঘটনার মূল আসামি জরেজুল ইসলাম গ্রেপ্তার Nov 14, 2025
img
১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের পদকজয়ী আর্চাররা Nov 14, 2025
img

ডয়চে ভেলে

বাংলাদেশ সীমান্তে ভারত কেন শক্তি বৃদ্ধি করছে? Nov 14, 2025
img
সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো ভিত্তি নেই : গোলাম পরওয়ার Nov 14, 2025
img
মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে নবদম্পতির রিভিউ আবেদন Nov 14, 2025
img
এনসিপির আখতারের কী ফাঁস করার হুমকি দিচ্ছেন মাহমুদ? Nov 14, 2025
img
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের Nov 14, 2025
img
চোট নিয়ে জাতীয় দল থেকে ছিটকে গেছেন এমবাপে Nov 14, 2025
img
শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর Nov 14, 2025