বছরের প্রথম দিনেই অনুরাগীদের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত তৈরি করলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে আনলেন তাঁদের একমাত্র কন্যা তিষ্যার মুখ। নতুন বছরের শুভসূচনা হল পরিবারের সবচেয়ে আদরের সদস্যকে সামনে এনে।
২০২৫ সালের মার্চ মাসে অনিন্দিতা ও সুদীপের সংসার আলো করে আসে তিষ্যা। জন্মের পর থেকেই মেয়ের নানান খুনসুটি, মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেও কখনও মুখ প্রকাশ করেননি এই তারকা জুটি। ফলে অনুরাগীদের কৌতূহল দিন দিন বেড়েছিল। সেই অপেক্ষার পর্দা সরিয়ে পয়লা জানুয়ারিতে মেয়ের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি ভাগ করে নেন অনিন্দিতা। ছবিতে বাবার কোলে তিষ্যা, কখনও আবার মা-বাবার আদরের মাঝেই ধরা দিয়েছে তার শিশুসুলভ হাসি।
ছবির সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাবার্তাও জানান অনিন্দিতা। সেই বার্তায় ফুটে ওঠে পরিবারের ভালোবাসা ও আনন্দ। মুহূর্তের মধ্যেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সহকর্মী ও ইন্ডাস্ট্রির বন্ধুরাও ছোট্ট তিষ্যাকে আদরে ভরিয়ে দেন। ইশা সাহা, শুভশ্রী গাঙ্গুলী, সন্দীপ্তা সেন, মানালি দে-সহ একাধিক পরিচিত মুখ শুভকামনা জানান এই নতুন বছরের উপহারের জন্য।
এর আগেও অনিন্দিতা মাঝেমধ্যেই মেয়ের দৈনন্দিন কাণ্ডকারখানা তুলে ধরেছেন। জানালার ধারে দাঁড়িয়ে রাস্তার মানুষদের সঙ্গে ‘আলাপ’, শীতের সকালে বাবার হনুমান টুপি মাথায় দিয়ে দুষ্টুমি এইসব ছোট ছোট মুহূর্তেই ধরা দিয়েছে তিষ্যার বেড়ে ওঠার গল্প। এবার সেই গল্পে যুক্ত হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রথমবার প্রকাশ্যে এল তার মুখ।
২০২২ সালের জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন অনিন্দিতা ও সুদীপ। দীর্ঘ অভিনয়জীবনে দু’জনেই ছোট পর্দায় নিজেদের জায়গা পাকা করেছেন। সংসার, কাজ আর সন্তানকে ঘিরে তাঁদের জীবনের নতুন অধ্যায় এখন অনুরাগীদের কাছেও সমান আগ্রহের। নতুন বছরের শুরুতে তিষ্যার মুখ প্রকাশ যেন সেই ভালোবাসারই এক নীরব উদযাপন।
আরপি/টিএ