দ্রুতই জারি হবে ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতির খবর দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ মঙ্গলবার (২৪ জুন) শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক সভায় জানানো হয়েছে, চলতি মাসের শেষদিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি খুব শিগগিরই জারি করা হবে নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ। শিক্ষার্থীদের অংশগ্রহণে লোগো নির্বাচন, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অকৃতকার্যদের জন্য রিটেক পরীক্ষার সুযোগ বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. আবির হাসান অভি জানান, সাত কলেজ শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিকে কেন্দ্র করে ইউজিসির এই সভায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সেগুলো হলো— ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো নির্বাচন, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং রিটেকের সুযোগ।

ইউজিসি জানিয়েছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিশ্ববিদ্যালয়ের কাঠামো উপস্থাপন করা হবে।

সভায় জানানো হয়, লোগো নির্বাচনের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী ১-২ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের ইউজিসিতে আমন্ত্রণ জানিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে লোগো চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের পরিচয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, ফলাফল দ্রুত প্রকাশে অন্তর্বর্তীকালীন প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে এবং অকৃতকার্য শিক্ষার্থীদের রিটেকের সুযোগও দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারি। ইউজিসি জানায়, কোনো ষড়যন্ত্র বা কালো হাত এই অধ্যাদেশ আটকে রাখতে পারবে না। দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতিতে অধ্যাদেশ প্রকাশ করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে।

সভায় শিক্ষার্থীরা ইউজিসির কাছে একটি বিশেষ আবদার জানায়— ৫ আগস্ট, যেদিন ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে সেদিনই যেন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ইউজিসি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে।

সভায় উপস্থিত ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আজ বৈঠকে ইউজিসির পক্ষ থেকে যে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি বড় অর্জন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির আশ্বাস, ভর্তি প্রক্রিয়া শুরু এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে লোগো নির্বাচনের মতো উদ্যোগ আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে আশার আলো দেখাচ্ছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সম্মিলিত চেতনা ও প্রয়াসের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। এখন চাই, প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন হোক।

প্রসঙ্গত, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। মার্চ মাসে ইউজিসিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এই নাম নির্ধারণ করা হয়। নামটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষে রাষ্ট্রপতির সম্মতিক্রমে অধ্যাদেশ জারি করা হবে। 

এসএম/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
কেউ উগ্রতা দেখালেও আমরা সাংঘর্ষিক হব না: এ্যানি Jan 26, 2026
img
নাপোলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল জুভেন্টাস Jan 26, 2026
img
রোমাঞ্চকর লড়াইয়ে আর্সেনালকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Jan 26, 2026
img
জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত বিএনপি: নবীউল্লাহ নবী Jan 26, 2026
img
৫৩ বছর পর পান্ডাশূন্য হচ্ছে জাপান! Jan 26, 2026
img
রাশিয়ার তেল পরিবহনকারী জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিলো ফ্রান্স Jan 26, 2026
img
সাদ্দামের প্যারোল ইস্যুতে বাগেরহাটের এসপিকে বিদেশি নম্বর থেকে হুমকি Jan 26, 2026
img

প্রশ্ন মাসুদ কামালের

প্যারোল ও জামিন পাওয়া কি সাদ্দামের অধিকার নয় Jan 26, 2026
img
রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়ে ফের শীর্ষে বার্সেলোনা Jan 26, 2026
img
পাকিস্তানকে আইসিসির আল্টিমেটাম Jan 26, 2026
img

নারায়ণগঞ্জ-৩ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী Jan 26, 2026
img
সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করা মানুষকে ভয় দেখানো যায় না: হান্নান মাসুদ Jan 25, 2026
img
রাশিয়ায় দেখা গেল ‘দুটি সূর্য’! Jan 25, 2026
img
শিল্পীদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়: মৌনী Jan 25, 2026
img
এ দেশই আমার প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান Jan 25, 2026
img
সত্যিই পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুবসমাজে উন্মুক্ত করতে হবে এখনই: জাইমা রহমান Jan 25, 2026
অভিনয় শুরু করার আগে তার জীবনপথের অজানা গল্প Jan 25, 2026
img
দল ঘোষণা হলেও পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে সরকারের সিদ্ধান্তে Jan 25, 2026
বর্তমানে এই অভিনেত্রী কি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন Jan 25, 2026
img
সানির গর্জনে আঠাশ বছর আগের স্মৃতি উসকে কেমন হল ‘বর্ডার ২’ Jan 25, 2026