নাবিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ক্ষেত্রে নাবিকদের নানাভাবে হয়রানির শিকার হতে হয় এমন অভিযোগ আছে। কিন্তু নাবিকদের জন্য নিরাপদ ও মর্যাদার সঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে এসব ধরনের সমস্যা সমাধানে কর্মকৌশল ঠিক করা হবে।

বুধবার (২৫ জুন) রাতে রাজধানীর রাওয়া ক্লাবে আন্তর্জাতিক নাবিক দিবস ( Day of the Seafarer) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, বিশ্বের বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিবহন হয় সমুদ্রপথে। এই জটিল ও দূরপাল্লার কাজে যারা নিয়োজিত তাদের পেশাগত পরিবেশ যথাযথ নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া একান্ত প্রয়োজন। অত্যন্ত আনন্দের খবর হলো আমাদের দেশের অনেক নারী সদস্য এখন নাবিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। এটা আমাদের জন্য গর্বের।

তবে তারা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেটাও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে নাবিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশের নাবিকরা শুধু দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পূর্ব এশিয়ায় কর্মরত আমাদের নাবিকরা বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা ও মননশীলতার পরিচয় দিচ্ছেন। বর্তমানে প্রায় ১০ হাজারের বেশি বাংলাদেশি নাবিক বিশ্বব্যাপী কাজ করছেন।

কিন্তু নাবিকরা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ক্ষেত্রে নানাভাবে হেনস্তা, হয়রানি ও বর্ণবৈষম্যের মুখোমুখি হন।

তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা নাবিকদের পেশাগত কাজের ক্ষেত্র নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে হবে। এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চান তারা।

অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী বলেন, নাবিকরা আমাদের দেশের অষোঘিত রাষ্ট্রদূত। এই খাতে জড়িতরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বও করছেন। অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপন করে থাকেন তারা। তাই তাদের মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, নটিক্যাল ইনস্টিটিউট, আইএমআরএসটি, এমসি ল সার্ভিস, বাংলাদেশ সি-ফেয়ারার্স ইউনিয়ন, বাংলাদেশ সি- ফেয়ারার্স অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, ইঞ্জিনিয়ার আশরাফ ইবনে নূর, ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী, ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মোহাম্মদ ফেরদৌস খান, ক্যাপ্টেন এম এ মালেক প্রমুখ।

দিবসটি উপলক্ষে সাবেক ও বর্তমান নাবিকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান। সবশেষে পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরএম 

Share this news on:

সর্বশেষ

প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার Dec 13, 2025
img
হাদি শুধু একজন মানুষ নয়, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি : মুশফিকুল ফজল Dec 13, 2025
রাশিয়ার সঙ্গে বৃহৎ যুদ্ধের জন্য ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রস্তুত থাকতে বললেন ন্যাটো প্রধান Dec 13, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Dec 13, 2025
img
ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে বাজে অভ্যাসে জড়ান : জাদেজার স্ত্রী Dec 13, 2025
হাদির মাথার ভেতরে গুলি, লাইফ সাপোর্টে Dec 13, 2025
ভুয়া প্রচারণায় ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি, আইনি পথে সালমান Dec 13, 2025
রেড কার্পেটে আলিয়ার গ্ল্যামার লুক মাতাল Dec 13, 2025
ফুটফুটে কন্যা আনায়া নিয়ে উচ্ছ্বাসিত অপূর্ব ও পরিবার Dec 13, 2025
img
হাদিকে গুলি করেন নানক-কামালের ঘনিষ্ঠ সহযোগী! Dec 13, 2025
img
হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল Dec 13, 2025
img
আন্দোলন স্থগিত : আজ চলবে মেট্রো রেল Dec 13, 2025
img
‘সুপার পাওয়ার ক্লাব’ গড়তে চান ট্রাম্প, থাকতে পারে যেসব দেশ Dec 13, 2025
img
আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ Dec 13, 2025
img
ব্যাচেলর পয়েন্টে নতুন চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া Dec 13, 2025
img
হাদিকে দেখতে এভারকেয়ারে ৩ উপদেষ্টা Dec 13, 2025
img
বিশ্ববাজারে বেড়েছে তামার দাম Dec 13, 2025
img
রাতেই সারা দেশে 'অলআউট' অভিযান চালাবে পুলিশ : আইজিপি Dec 13, 2025
img
হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, প্রধান উপদেষ্টার নির্দেশ Dec 13, 2025
img
এভারকেয়ার থেকে বেরিয়ে হাদির শারীরিক অবস্থা জানালেন তাসনিম জারা Dec 13, 2025