খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহানগরের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খাদিজা বেগম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।

এর আগে খুলনায় শনিবার রাত ও রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা ও স্কুলছাত্রের মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক জানান, বাগেরহাটের শরণখোলা এলাকার বাসিন্দা খাদিজা বেগম পাঁচ দিন আগে জ্বর নিয়ে সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় আরও ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হলেন ৮৩১ জন।

খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার জানান, রোববার বেলা ১টা থেকে সোমবার বেলা ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক জন।

তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট বেলা ১টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি হয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: