ম্যানসিটিকে হারিয়ে শেষ আটে নেইমারের সাবেক ক্লাব আল হিলাল

আক্রমণ-প্রতি আক্রমণ, লিডের পর আবারও গোল শোধ। শেষ পর্যন্ত টিকেছে আল হিলালের লিডটাই। ম্যানচেস্টার সিটির সঙ্গে রুদ্ধশ্বাস এই থ্রিলার ম্যাচে হয়েছে ৭টি গোল। যেখানে সৌদি আরবের ক্লাবই শেষ হাসি হেসেছে। পেপ গার্দিওলার ম্যানসিটিকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল।

ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৭টায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল হিলালের মুখোমুখি হয়। বল দখল থেকে শট নেওয়া সবদিকেই গার্দিওলার শিষ্যরা এগিয়ে থাকলেও ম্যাচের ফল গেছে বিপক্ষে। যদিও ম্যাচে গোলের সূচনাও করে সিটি। তবে এরপর বাকি তিনবারই লিড নিয়ে আল হিলাল স্কোরবোর্ড নিজেদের পক্ষে রাখে। তাদের চতুর্থ গোল বাদে প্রতিবারই সমতায় ফিরেছিল সিটি।



এই জয়ে ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচের জয়খরা কাটিয়েছে সৌদি প্রো লিগের দলটি। এমনকি আল হিলাল প্রথম কোনো এশিয়ান ক্লাব হিসেবে ফিফার আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল। দারুণ থ্রিলারে ম্যাচ সারাক্ষণ তাতিয়ে রাখলেও ম্যাচে তাদের দখলে বল ছিল ৩১ শতাংশ।

এ ছাড়া ১৭ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় আল হিলাল। বিপরীতে পজেশনে আধিপত্যের পাশাপাশি তাদের রক্ষণে রীতিমতো ত্রাস ছড়িয়ে ৩০টি শট নেয় সিটি, এর মধ্যে ১৪টি গোলের লক্ষ্যে ছিল।
 
৩২ দলের এই প্রতিযোগিতার গ্রুপপর্বে কেবল ম্যানসিটিই তিন ম্যাচের সবকটিতে জয় পায়। আল হিলালের সঙ্গে তাদের তুলনাটাও সেভাবে খাটে না। তবে সেই প্রতিপক্ষের কাছেই তাদের বড় আপসেট হতে হলো। আগের রাতে আরেক ইউরোপীয় জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখিয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এদিন আল হিলালের পক্ষে মার্কোস লিওনার্দো দুটি এবং ম্যালকম ও কালিদু কুলিবালি একটি করে গোল করেন। সিটির পক্ষে একটি করে গোল করেন বার্নার্দো সিলভা, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন।

ম্যাচের মাত্র নবম মিনিটেই পর্তুগিজ মিডফিল্ডার সিলভার গোলে এগিয়ে যায় সিটি। তাদের সেই ব্যবধান বিরতির আগেই আরও বাড়তে পারত। কিন্তু হতাশ করেন আল হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনো। বিরতির পর নেমে প্রথম মিনিটে সমতায় ফেরে সৌদি ক্লাবটি। গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। আল হিলাল ৫২ মিনিটেই লিড নেয় আরেক সেলেসাও তারকা ম্যালকমের গোলে। তবে সেটি টিকলো মাত্র তিন মিনিট। কর্নার ও সেট পিসে হালান্ড সিটিকে সমতায় ফেরান। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরবোর্ড পরিণত হয় ২-২ এ।

ফল নির্ধারণে সিটি-আল হিলাল ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যার শুরুতেই গোল পায় মেন ইন ব্লু’রা। এবার স্কোরবোর্ডে নাম তোলেন আল হিলালের সেনেগালিজ সেন্টারব্যাক কুলিবালি। ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটি আবারও ম্যাচে ফেরে। কিন্তু তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে আসে ম্যাচের ১১২ মিনিট। ম্যাচে নিজের দ্বিতীয় ও আল হিলালের জয় নির্ধারণী চতুর্থ গোলটি করেন লিওনার্দো। শ্বাসরুদ্ধকর এই লড়াই থামল ৪-৩ ব্যবধানে।

এবারের ক্লাব বিশ্বকাপের আগমুহূর্তে আল হিলাল কোচের দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান কোচ সিমোন ইনজাঘি। তার অধীনেই নেইমার জুনিয়রের সাবেক ক্লাবটি ইতিহাস গড়ল। গত রাতে ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ফ্লুমিনেন্স আগামী শনিবার লড়বে আল-হিলালের সঙ্গে।

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

ড. ইউনূস শহীদদের প্রকৃতভাবে মূল্যয়ন করছেন না! Jul 01, 2025
img
যেসব ইস্যুতে ঐকমত্য, সেসবেই সংস্কার হবে : মান্না Jul 01, 2025
রাজনৈতিক দলগুলো হাসিনা স্টাইলে সংস্কারে বা'ধা দিচ্ছে! Jul 01, 2025
এনসিপি নেতা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা! Jul 01, 2025
জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা নিয়ে যা জানাচ্ছেন উপদেষ্টা ফারুকী Jul 01, 2025
img
কঙ্গনাকে ছাড়িয়ে গেলেন কাজল Jul 01, 2025
img
নির্বাচনে অনিয়ম নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন নুরুল হুদা Jul 01, 2025
img
একদিনে আরও ১৩ জনের করোনা শনাক্ত Jul 01, 2025
img
জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা আদনান Jul 01, 2025
img
একদিনে দেশে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত Jul 01, 2025
img
‘আমার ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করতে দিতে চাই না’ Jul 01, 2025
img
এবার আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম Jul 01, 2025
img
'ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় মর্যাদার অংশে পরিণত হয়েছে' Jul 01, 2025
img
দুঃখ প্রকাশ না করা পর্যন্ত আওয়ামী লীগ শান্তি পাবে না: প্রেস সচিব Jul 01, 2025
img
‘কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না’ Jul 01, 2025
img
ফের আলোচনায় শহীদ আবু সাঈদের সেই ফেসবুক পোস্ট Jul 01, 2025
img
মুজিববাদী সংবিধান ফেলে নতুন এক সংবিধান প্রণয়ন করতে হবে : আখতার Jul 01, 2025
img
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু Jul 01, 2025
img
গত অর্থবছরে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা Jul 01, 2025
img
অস্ট্রেলিয়ায় চার-দলীয় সিরিজে অংশ নিবে বাংলাদেশ Jul 01, 2025