‘বজরঙ্গী ভাইজান’-এর ‘মুন্নি’কে নিশ্চয়ই মনে আছে? সালমান খান অভিনীত সেই সিনেমার মধ্যমণি ছিলেন এই খুদে তারকা। মুন্নি অর্থাৎ অভিনেত্রী হর্ষালি মালহোত্রা।
কবীর খান পরিচালিত ওই ছবির পর কেটে গেছে বেশ কয়েক বছর। বর্তমানে হর্ষালির বয়স ১৭ বছর। দেখতে দেখতে কেটেছে প্রায় ১০ বছর। কিন্তু দর্শক মনে মুন্নি-বজরঙ্গীর মন মাতানো কেমিস্ট্রি আজও অক্ষুণ্ণ।
বলিউডের বুকে যে কয়েকজন শিশু শিল্পী সকলের মন জয় করে নিয়েছেন, মুন্নি তাদেরই মধ্যে একজন।
তবে জানেন কি, এই সিনেমায় অভিনয় করে সে মোট কত কোটি টাকা পেয়েছে? বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিশু শিল্পী কিন্তু এই মুন্নিই।
শুটিংয়ে মুন্নির দিনপ্রতি পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা। শুট হয় প্রায় ১০০ দিন। যার অর্থ দাঁড়ায়, পুরো সিনেমায় অভিনয় করে মোট ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিল হর্ষালি মালহোত্রা।
আজও অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বজরঙ্গি ভাইজান-এর দ্বিতীয় পর্বের অপেক্ষায়। যেখানে আরও একবার তারা দেখতে চান সালমান-মুন্নি জুটি।
এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে চিত্রনাট্যকার বলেছিলেন, “আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান ২ নিয়ে আসার। সালমানকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি। সে নিজেও বেশ ইতিবাচক বিষয়টি নিয়ে। কিন্তু ব্যাপারটি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন। সেটারই চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, ২০১৫ তে মুক্তি পাওয়া ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সালমান খান, কারিনা কাপুর এবং হর্ষালি মালহোত্রাকে। এছাড়াও ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীও। ছবিতে মুন্নি ওরফে হর্ষালির অভিনয় আজও আলোচনার বিষয়।
হর্ষালি যখন ছবিটি করেছিল তখন তার বয়স ছিল মাত্র ছয়-সাত বছর। তবে এখন সে কিশোরী। তাই ছবিটির সিকুয়্যাল এলে তাতে মুন্নির চরিত্র রাখা হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি পরিচালক থেকে চিত্রনাট্যকার।
কেএন/টিকে