ব্রিটেনে ছোট নৌকায় অভিবাসীর আগমনে নতুন রেকর্ড

চলতি বছরের এখন পর্যন্ত ছোট নৌকায় চেপে অভিবাসীদের ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড হয়েছে। বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার আশ্রয়প্রার্থী ব্রিটেনে পৌঁছেছেন। অভিবাসীদের ব্রিটেনে পৌঁছানোর এই সংখ্যা অন্য যেকোনও বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অভিবাসীদের অবৈধ পথে যুক্তরাজ্যে পৌঁছানোর হার বেড়ে যাওয়ায় তা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপর চাপ তৈরি করেছে। সরকার অভিবাসীদের সংখ্যা কমাতে কাজ করলেও কোনোভাবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল সোমবারই অন্তত ৮৭৯ জন অভিবাসী ব্রিটেনে পৌঁছেছেন। এ নিয়ে চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে অভিবাসীদের পৌঁছানোর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮২ জনে পৌঁছেছে; যা এক বছর আগের তুলনায় ৫০ শতাংশ বেশি।

প্রত্যেক বছর অত্যন্ত বিপজ্জনক সাগর পথে ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেন। দেশটির ভোটারদের কাছেও অভিবাসীদের অবৈধপথে পৌঁছানোর বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এই মানবপাচারের পেছনে থাকা চক্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ব্রিটেনের সরকার বলেছে, গত বছরের জুলাই থেকে ২৪ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। অনুকূল আবহাওয়া ও নৌকায় অধিকসংখ্যক মানুষ পরিবহনে পাচারকারীদের নতুন কৌশলের কারণে সমুদ্রপথে অভিবাসীদের যাত্রা সহজ হয়েছে। গত বছর ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটে।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য ব্যয়বহুল হোটেল ব্যবহারের প্রথাও বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ছোট নৌকার আগমন ঠেকাতে লেবার পার্টির ব্যর্থতায় দেশটির অভিবাসনবিরোধী ও ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের জনপ্রিয়তা বেড়েছে। দলটি বর্তমানে জাতীয় জনমত জরিপে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাইজেল ফারাজ লিখেছেন, ‘‘(ছোট নৌকায় আগমনের সংখ্যা) একটি রেকর্ড এবং আমরা যদি আগতদের সবকিছু দিতে থাকি তাহলে এই সংখ্যা আরও বাড়বে।
এর আগে, গত মে মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটির সামগ্রিক অভিবাসনের সংখ্যা হ্রাস করার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, ব্রিটেন ‘অচেনা মানুষের এক দ্বীপে’’ পরিণত হওয়ার ঝুঁকিতে আছে।

যদিও তার এই মন্তব্যকে বিভাজনমূলক হিসেবে উল্লেখ করে অনেকে তীব্র সমালোচনা করেন। পরে তিনি এই মন্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেন।

সূত্র: রয়টার্স।

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা বিএনপি নেতাকে শোকজ Nov 10, 2025
img
পশ্চিমবঙ্গে শীতের আমেজ শুরু Nov 10, 2025
img
নতুন রুপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে : সাইফুল হক Nov 10, 2025
img
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি Nov 10, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ Nov 10, 2025
img
সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, আপত্তি মানবাধিকারকর্মীদের Nov 10, 2025
img
নতুন রূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: সাইফুল হক Nov 10, 2025
img
অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মধুপুর পৌর বিএনপির সংবাদ সম্মেলন Nov 10, 2025
img
নতুন মাইলফলক স্পর্শ করলেন বিলি আইলিশ Nov 10, 2025
img
থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের গ্রুপে বাংলাদেশ নারী দল Nov 10, 2025
img
মামদানির নাগরিকত্ব কেড়ে নিতে রিপাবলিকানদের চাপ Nov 10, 2025
img
আমি চাই মানুষ গল্পে হারিয়ে যাক, রাজনীতিতে নয় : জেনিফার লরেন্স Nov 10, 2025
img
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: নির্বাচন কমিশনার আনোয়ারুল Nov 10, 2025
img
আপনজন হারানোর বেদনায় স্তব্ধ অভিষেক বচ্চন Nov 10, 2025
img
শেখ হাসিনার মামলা ঘিরে জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা Nov 10, 2025
img
সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমি উপদেষ্টা Nov 10, 2025
img
পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ Nov 10, 2025
img
একনেকে অনুমোদন পেল ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প Nov 10, 2025
img
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সিদ্ধান্ত বদল, ফল নিয়েই ক্লাসে ফেরার ঘোষণা Nov 10, 2025
img
আবাসিক ফ্ল্যাট হস্তান্তর প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে গৃহায়ন মন্ত্রণালয় Nov 10, 2025