টেস্ট সিরিজে হারের পর ওয়ানডের লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ মাঠে গড়াবে কলম্বোর আর প্রেমাদাসায়। এই সিরিজ দিয়েই ওয়ানডেতে প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু হবে মেহেদি হাসান মিরাজের।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে বর্তমানে দশম স্থানে আছে বাংলাদেশ। তবে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে টাইগারদের সামনে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে বাংলাদেশ। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় নবম স্থান নিশ্চিত হবে টাইগারদের। নবম থেকে দশম স্থানে নেমে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও নবম স্থানের ওপরে উঠতে পারবে না বাংলাদেশ। ৭ রেটিং বেড়ে যাওয়ায় ৮৩ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে টাইগাররা। লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হলে ২ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৭৪ রেটিং নিয়ে দশম স্থানেই থাকবে টাইগাররা।
বর্তমানে ১০৪ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে সিরিজ বা মাত্র ১ ম্যাচ হারলে পঞ্চম স্থানে নেমে যেতে হবে তাদের। চতুর্থ স্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে শ্রীলঙ্কাকে।
কেএন/এসএন