স্বপ্ন ছিল বিশাল, বাস্তবতা হলো ভিন্ন। রাম চরণের বহুল প্রতীক্ষিত ছবি ‘গেম চেঞ্জার’ নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। প্যান-ভারতীয় প্রজেক্ট, নামী নির্মাতা, ব্যয়বহুল নির্মাণ—সবকিছুই ছিল সফলতার অনুঘটক। কিন্তু মুক্তির পর চিত্রটা পুরোপুরি পাল্টে যায়। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে।
এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন দক্ষিণী সিনেমার বর্ষীয়ান প্রযোজক দিল রাজু। এটি ছিল তার প্রযোজনা জীবনের ৫০তম চলচ্চিত্র, অর্থাৎ সোনালী জয়ন্তী। তাই এই ব্যর্থতা তার জন্য ছিল আরও বেশি তিক্ত ও বেদনাদায়ক।
তবু তিনি হাল ছাড়েননি। নিথিন অভিনীত নতুন ছবি ‘থাম্মুদু’-এর প্রি-রিলিজ ইভেন্টে দাঁড়িয়ে দিল রাজু ঘোষণা দিলেন— তিনি আবার রাম চরণকে নিয়ে নতুন ছবি করতে চলেছেন। সেই ঘোষণা মুহূর্তেই আলোড়ন ফেলে দেয় ইন্ডাস্ট্রি ও দর্শকমহলে।
ঘোষণার সময় দিল রাজু স্পষ্ট স্বীকারোক্তি দেন, ‘‘গেম চেঞ্জার ছিল এ বছরের এক ছোট ব্যর্থতা। রাম চরণের সঙ্গে একটা সুপারহিট না দেওয়ার আফসোস রয়ে গেছে। আমরা ইতিমধ্যেই পরবর্তী ছবির কাজ শুরু করেছি।’’
এই বক্তব্যে স্পষ্ট— তিনি পিছিয়ে পড়তে চান না। বরং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে ফিরতে চান। নতুন ছবির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি দিল রাজু। তবে গুঞ্জন বলছে, এবার ছবির বাজেট নয়, জোর দেওয়া হবে গল্পে। হতে পারে এটি একটি বাস্তবধর্মী কাহিনি, যা শুধু ভিজ্যুয়াল নয়, আবেগ দিয়ে দর্শককে স্পর্শ করবে।
এই ছবি হতে চলেছে শুধু একটি প্যান-ইন্ডিয়া সিনেমা নয়, বরং একটি সুযোগ—রাম চরণের আগের ব্যর্থতার ধুলো ঝেড়ে ফের আস্থার জায়গায় ফিরে আসার। একইসঙ্গে এটি হবে দিল রাজুর জন্য সম্মান পুনরুদ্ধারের একটি রণক্ষেত্র।
বক্স অফিসে একটি ছবি ব্যর্থ হলেও তা একজন তারকা বা নির্মাতার পরিচয় নির্ধারণ করে না। তবে পরবর্তী ছবিটি ঠিকই পারে সব ভুল ভুলিয়ে দিতে। রাম চরণ ও দিল রাজু এবার সত্যিই যেন এক নতুন ‘গেম চেঞ্জার’ বানাতে প্রস্তুত।
এফপি/ এসএন