বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘দেশকে ভিন্নখাতে নেওয়ার জন্য আরেকটি ষড়যন্ত্রমূলক সরকার আনার পাঁয়তারা চলছে। আনুপাতিক নির্বাচন ব্যবস্থার (পিআর) নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ড্যাব নারায়ণগঞ্জ জেলা এই কর্মসূচির আয়োজন করে।
আব্দুস সালাম আজাদ বলেন, ‘তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করব। যারা ষড়যন্ত্র করছে তাদের বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসুন।’
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
এফপি/ টিএ