ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দীর্ঘ ১৭ বছর পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হযনি, জনগণ রক্ত দেয়নি। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইসরায়েলেও পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। ইসরাইলের সেই পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না। দেশের মানুষ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, বরং সরাসরি প্রার্থী, মার্কা ও দল দেখে ভোট দিতে চায়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহিদদের স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স আরও বলেন, বিএনপিকে ঘায়েল করতে কিছু ছোট রাজনৈতিক দল জুলাই চেতনার পরিপন্থি কাজ করছে। জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে। তবে ছাড়ের নামে জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ বিএনপি মেনে নেবে না। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হবে। সেই গুরুদায়িত্ব বিএনপিকেই নিতে হবে। সেজন্য আমাদের কাছে সবার আগে দেশপ্রেম, সবার আগে বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে। সেই মানসিকতা নিয়ে এগিয়ে চলতে হবে। মানুষ যেন কষ্ট না পায়, এমন কোনো কাজ করা আমাদের কারোরই উচিত হবে না। ব্যক্তিগত পাওয়া না পাওয়ার বিবেচনায় নয়, আমি জনগণকে কী দিচ্ছি, কী দিতে পেরেছি, কী দিতে পারব, সেই চিন্তা করে আমাদের রাজনীতি করতে হবে। তাহলেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যেটা আমাদের নেতা তারেক রহমান ঊর্ধ্বে তুলে ধরেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও তুলে ধরেছেন, সেটা আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়েই আমরা ফ্যাসিবাদকে হঠাতে পেরেছি। সে আন্দোলনের যে সুফল তা, আমরা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে ধীর গতিতে নয়, দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। সেজন্য আজকে যারা ড্রাইভিং সিটে আছে অন্তর্বর্তী সরকার, ড. মুহাম্মদ ইউনূস, তাদের এই গাড়িকে দ্রুত গতিতে গন্তব্যে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপর পড়েছে। আমরা আশা করবো এই গাড়িকে তারা দ্রুত গতিতে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) জেলা সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মুসা শাহীনের সভাপতিত্বে এবং মহানগর ড্যাবের সদস্য সচিব ডা. সায়েম মনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, ড্যাব নেতা ডা. বদর উদ্দিন সেলিম প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। 

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
আগস্টে ৪৯ মামলায় জড়িত ৩১১ দুর্নীতিবাজ Sep 15, 2025
img
১৫ কেজির কোরাল মাছ বিক্রি ১৮ হাজারে Sep 15, 2025
img
শ্রীলঙ্কার সামনে হংকংয়ের ১৫০ রানের চ্যালেঞ্জ Sep 15, 2025
img
নিকুঞ্জে নাগরিক জাগরণ: হারানো শান্তি ফিরে পাওয়ার গল্প Sep 15, 2025
img
সুপার ফোরে খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী কোচ Sep 15, 2025
img
ম্যাচের আগে বাংলাদেশের প্রশংসায় জনাথন ট্রট Sep 15, 2025
img
অসুস্থ অমিতাভকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন Sep 15, 2025
img
অতিরিক্ত ৬ বছরের কারাভোগ শেষে ভারতে ফিরলেন রামাতা Sep 15, 2025
এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই, সুপার ফোর নিশ্চিত কার? Sep 15, 2025
img
আলোচনা ভেস্তে দিতেই দোহায় হামলা : কাতারি আমির Sep 15, 2025
img
তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল Sep 15, 2025
img
ভাঙ্গায় পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮ গাড়ি ও ১৯ মোটরসাইকেল Sep 15, 2025
img

কাতারে হামলা

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Sep 15, 2025
img
দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন : জামায়াত সেক্রেটারি Sep 15, 2025
img
লেভেল ফোর কোচিং শেষ করলেন মঞ্জু Sep 15, 2025
img
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের Sep 15, 2025
img
বিসিবি নির্বাচনে খেলোয়াড় প্রতিনিধি চায় কোয়াব! Sep 15, 2025
img
নয় ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ইডির দপ্তর থেকে বের হলেন মিমি Sep 15, 2025
img
আমরা ১৭ বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি: শামা ওবায়েদ Sep 15, 2025
img
আদালতকেন্দ্রিক ড্রামায় শাহ্‌ বানু চরিত্রে ইয়ামি গৌতম Sep 15, 2025