বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দীর্ঘ ১৭ বছর পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হযনি, জনগণ রক্ত দেয়নি। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইসরায়েলেও পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। ইসরাইলের সেই পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না। দেশের মানুষ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, বরং সরাসরি প্রার্থী, মার্কা ও দল দেখে ভোট দিতে চায়।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহিদদের স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, বিএনপিকে ঘায়েল করতে কিছু ছোট রাজনৈতিক দল জুলাই চেতনার পরিপন্থি কাজ করছে। জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে। তবে ছাড়ের নামে জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ বিএনপি মেনে নেবে না। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হবে। সেই গুরুদায়িত্ব বিএনপিকেই নিতে হবে। সেজন্য আমাদের কাছে সবার আগে দেশপ্রেম, সবার আগে বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে। সেই মানসিকতা নিয়ে এগিয়ে চলতে হবে। মানুষ যেন কষ্ট না পায়, এমন কোনো কাজ করা আমাদের কারোরই উচিত হবে না। ব্যক্তিগত পাওয়া না পাওয়ার বিবেচনায় নয়, আমি জনগণকে কী দিচ্ছি, কী দিতে পেরেছি, কী দিতে পারব, সেই চিন্তা করে আমাদের রাজনীতি করতে হবে। তাহলেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যেটা আমাদের নেতা তারেক রহমান ঊর্ধ্বে তুলে ধরেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও তুলে ধরেছেন, সেটা আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়েই আমরা ফ্যাসিবাদকে হঠাতে পেরেছি। সে আন্দোলনের যে সুফল তা, আমরা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে ধীর গতিতে নয়, দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। সেজন্য আজকে যারা ড্রাইভিং সিটে আছে অন্তর্বর্তী সরকার, ড. মুহাম্মদ ইউনূস, তাদের এই গাড়িকে দ্রুত গতিতে গন্তব্যে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপর পড়েছে। আমরা আশা করবো এই গাড়িকে তারা দ্রুত গতিতে এগিয়ে নেবে।
অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) জেলা সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মুসা শাহীনের সভাপতিত্বে এবং মহানগর ড্যাবের সদস্য সচিব ডা. সায়েম মনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, ড্যাব নেতা ডা. বদর উদ্দিন সেলিম প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
টিকে/