পুরনো বন্দোবস্তের রাজনীতির নেতৃত্বে পরিবর্তন হয়েছে, বন্দোবস্ত পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

২৪-এর গণ-অভ্যুত্থানকে নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের কারিগর হচ্ছেন ২৪-এর শহীদরা। শহীদদের স্বপ্ন, তাদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে জুলাই ২৪-এর শহীদ সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা এখনো পালিয়ে বেড়াচ্ছে। এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অনলাইনে তাদের আস্ফালন আপনারা দেখতে পারবেন। পুরনো রাজনীতিকে অনেকেই টিকিয়ে রাখতে চায়।
পুরনো বন্দোবস্তের রাজনীতির নেতৃত্বে পরিবর্তন হয়েছে। কিন্তু বন্দোবস্ত পরিবর্তন হয়নি। তারা অনেকেই পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রেখে তাদের জায়গায় আসতে চায়। তারা গণ-অভ্যুত্থান ব্যাহত করতে এবং সংস্কারকে পিছিয়ে দিতে চায়।

তিনি বলেন, ‘আমরা সারা দেশে যে জুলাই পদযাত্রা শুরু করেছি, এতে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখছি। আপনার শুনেছেন গতকাল রাতে আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটিই প্রথমবার নয়, এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুইবার এ ঘটনা ঘটাল।’

এনসিপির এই আহ্বায়ক বলেন, মূলত আমাদের এ কর্মসূচিতে ব্যাঘাত ঘটানো, ব্যাহত ও ভয় দেখানো জন্য এ ধরনের কার্যক্রম করা হচ্ছে। আমরা এর আগের ঘটনাতে একটি মামলা করেছি।

কিন্তু কোন প্রতিকার ও গ্রেপ্তার পাইনি। প্রশাসন যদি এভাবে নির্বিকার থাকে, তাহলে একটি গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী একটি নতুন দলের যদি এই অবস্থায় হয়। আমাদের যদি নিরাপত্তা সরকার দিতে ব্যর্থ হয়, তাহলে হাজারো শহীদ, হাজারো আহত ও পরিবার তথা আপামর মানুষের নিরাপত্তা সরকার কীভাবে নিশ্চিত করবে। এ পরিস্থিতিতে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে এ প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়েছে। প্রশাসনকে এ ব্যাপারে আরো শক্ত ও কঠোর হওয়া উচিত।

সৈয়দপুরে উর্দুভাষীদের উদ্দেশ্যে নাহিদ বলেন, বিহারী (উর্দুভাষী) জনগোষ্ঠীর সমস্যা দীর্ঘদিনের। আর এনসিপি আসলে নাগরিকের মর্যাদা, অধিকার ও দায়িত্বের জন্য কাজ করে। ফলে ভাষা আমাদের উর্দু,বাংলা কিংবা চাকমা হোক। সেটি আসল পরিচয় নয়। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। তাই বাংলাদেশ রাষ্ট্রের যেসব সুযোগ সুবিধা রয়েছে তার সুষম বণ্টন করতে হবে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেনসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

এরপর নাহিদ ইসলাম সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের পাশে থাকা আটকে পড়া পাকিস্তানি উর্দুভাষী (বিহারী) হাতিখানা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পবাসী উর্দুভাষীদের জীবনযাত্রা বাস্তব চিত্র অবলোকন করেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরে তিনি সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়ক থেকে নীলফামারীর উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নেন।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
প্রেমে সাড়া না পেয়ে অ্যাসিড নিক্ষেপ, দগ্ধ ৩ Jul 04, 2025
img
এসএসসির ফল প্রকাশের জন্য প্রস্তুত Jul 04, 2025
জুলাই পদযাত্রার গাড়িতে হামলা, যা বলছেন এনসিপি নেতা আক্তার Jul 04, 2025
img
অবশেষে ট্রাম্পের বড় জয়, পাস হলো ‘বিগ বিউটিফুল বিল’ Jul 04, 2025
img
চাঁদা না দেওয়ায় সিমেন্ট কারখানা ড্রেজারে হামলা, আহত ৭ Jul 04, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার Jul 04, 2025
img
গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩ শতাধিক Jul 04, 2025
img
বেনাপোলে একাধিক বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক Jul 04, 2025
img
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Jul 04, 2025
img
চিরঞ্জীবীর ‘বিশ্বম্ভারা’ ছবিতে মৌনি রায়ের গ্ল্যামার ঝলক! Jul 04, 2025
img
সবার জন্য নয় কফি! কারা খাবেন না, জেনে নিন Jul 04, 2025
img
ইরানের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালাবে ইসরায়েল Jul 04, 2025
img
নিজ বাসভবনের মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি Jul 04, 2025
img
জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ Jul 04, 2025
img
কানাডার ৬টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি Jul 04, 2025
img
‘সম্পর্ক বিষিয়ে গেলে...’ হঠাৎ কেন বললেন অভিনেত্রী সামান্থা! Jul 04, 2025
img
মা হতে চান, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেবেন অভিনেত্রী জয়া! Jul 04, 2025
img
ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১০ Jul 04, 2025
img
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল ২ জনের Jul 04, 2025
img
পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার আহ্বানের তীব্র নিন্দা জানাল ওআইসি Jul 04, 2025