সিনেমার চরিত্র ছেড়ে এবার একেবারে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন দক্ষিণী চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি মাম্মুট্টি। বয়স ৭৩ হলেও যিনি এখনও পর্দায় ছড়াচ্ছেন চুম্বকের মতো আকর্ষণ—তিনি এখন শুধুই নায়ক নন, একাডেমিক গবেষণার বিষয়।
কোচির প্রখ্যাত মহারাজাস কলেজের ইতিহাস বিভাগের পাঠ্যক্রমে এখন থেকে থাকবে মাম্মুট্টির অসামান্য কেরিয়ারের অধ্যায়। "মালয়ালম সিনেমার ইতিহাস" নামে একটি নির্বাচনী কোর্সে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা জানতে পারবে মাম্মুট্টির অভিনয়যাত্রা, তাঁর সামাজিক প্রভাব এবং বহু প্রজন্মজুড়ে প্রাসঙ্গিক থাকার রহস্য।
সবচেয়ে বড় বিষয়, এই সম্মান তিনি পেলেন নিজেরই প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। একাডেমিক পরিসরে এই স্বীকৃতি বিরল, বিশেষত ভারতীয় সিনেমার প্রেক্ষাপটে। মাম্মুট্টির কেরিয়ার এখন এক পূর্ণাঙ্গ সিনেম্যাটিক কেস স্টাডি, যেখানে থাকবে কোর্টরুম ড্রামা, গ্যাংস্টার থ্রিলার, সামাজিক বাস্তবতা কিংবা ইনডিপেনডেন্ট এক্সপেরিমেন্ট—সবই।
সম্প্রতি তাঁর স্বাস্থ্য নিয়ে ছড়িয়েছিল নানা গুজব। কেউ বলেছিলেন তিনি গুরুতর অসুস্থ, কেউ আবার সরাসরি ক্যানসার আক্রান্ত বলেও দাবি করেন। তবে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং রাজ্যসভার সদস্য জন ব্রিটাস জানিয়েছেন, মাম্মুট্টি পুরোপুরি সুস্থ। হালকা কিছু শারীরিক জটিলতা থাকলেও চিকিৎসা চলছে এবং তিনি মনোবল ধরে রেখেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
অভিনয়ের দিক থেকেও মাম্মুট্টি থেমে নেই। সম্প্রতি 'বাজুকা' এবং 'ডোমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স' ছবিতে অভিনয় করেছেন, যেগুলোর মুক্তি অপেক্ষায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। বর্তমানে তিনি কাজ করছেন মহেশ নারায়ণ পরিচালিত একটি নতুন ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন মোহনলাল ও নয়নতারার মতো তারকারা। তিন তারকার এই যুগলবন্দী নিয়ে ইতোমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আলোচনার ঝড়।
মাম্মুট্টি এখন শুধুই এক তারকা নন, তিনি এক সাংস্কৃতিক শক্তি, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়া এক চিরন্তন প্রতিভা। সিনেমা হল থেকে ক্লাসরুম—তাঁর প্রভাব এখন সর্বত্র। এই সম্মান প্রমাণ করে, কিছু ক্যারিয়ার কেবল জনপ্রিয়তা নয়, ইতিহাস হয়ে ওঠে।
এসএন