বলিউডে নতুন নাচের জুটি নিয়ে তৈরি হচ্ছে আলোড়ন। প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহিদ কপূর ও দিশা পাটানি। তাও এক নয়, একসঙ্গে দেখা যাবে দু’টি হাই-ভোল্টেজ নাচের গানে। ছবি পরিচালনায় রয়েছেন বিশাল ভরদ্বাজ, যাঁর সিনেমাটিক নান্দনিকতায় সবসময়ই থাকে চমক। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ত্রিপ্তি দিমরি, যিনি সম্প্রতি একাধিক ছবিতে অভিনয় দক্ষতায় নজর কাড়ছেন।
ইতিমধ্যে শাহিদ ও দিশার জন্য নির্মিত হয়েছে এক বিশাল সেট, যেখানে হবে এই দুটি গানের শুটিং। ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, এই দুটি গানেই থাকবে আলাদা স্টাইল, তবে প্রতিটিতেই থাকবে শাহিদের স্বতন্ত্র ছাপ। নাচে বরাবরই যিনি দর্শকদের মনে ঝড় তোলেন, সেই শাহিদের সঙ্গে এবার গ্ল্যামারের অনন্য রূপ নিয়ে হাজির হচ্ছেন দিশা পাটানি। এই জুটিকে ঘিরে বলিউডে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
তাঁদের এই একসঙ্গে আসা বহুদিন আগেই হওয়ার কথা ছিল। ২০২০ সালে ‘যোদ্ধা’ ছবিতে শাহিদ ও দিশার একসঙ্গে অভিনয়ের পরিকল্পনা ছিল। কিন্তু সৃজনশীল মতবিরোধের কারণে শাহিদ ছবিটি থেকে সরে দাঁড়ান। পরে সেই চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিতে দিশা ছিলেন, আর সেটি মুক্তি পায় ২০২৪ সালে।
নতুন ছবির জন্য বিশাল ভরদ্বাজ এনেছেন বড় ক্যানভাস, ভিজ্যুয়াল ঝলক আর সেই পুরনো জনপ্রীতিক আবেগ, যা তাঁকে বলিউডের একজন অনন্য পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছে। এখনও ছবির নাম ঘোষিত হয়নি, মুক্তির তারিখও ঠিক হয়নি, তবে শুধু শাহিদ-দিশার গানের খবরেই ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়েছে।
শাহিদের নাচ মানেই ‘মৌজা হি মৌজা’, ‘গান্ডি বাত’ কিংবা ‘শাম শানদার’-এর মতো ভাইরাল হিট। এবার তাঁর সঙ্গে দিশার উপস্থিতি এক নয়া মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গানের বিট, কোরিওগ্রাফি এবং তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি—সব মিলিয়ে এগুলো ২০২৫ সালের সবচেয়ে ভাইরাল গানের তালিকায় জায়গা করে নিতে পারে বলেই অনুমান।
এখনও একটিও গান মুক্তি পায়নি, তবু এই ছবিকে ঘিরে উন্মাদনা আকাশ ছোঁয়া। শাহিদ ও দিশার প্রথম জুটি, তার উপর বিশাল ভরদ্বাজের নির্মাণ—সবমিলিয়ে আসন্ন এই সিনেমা এখন থেকেই বলিউডপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।
এসএন