১৪ আগস্ট ২০২৫, তারিখটা ইতিমধ্যেই বলিউড আর দক্ষিণী সিনেমাপ্রেমীদের ক্যালেন্ডারে বড় করে চিহ্নিত। কারণ সেইদিন মুক্তি পাবে বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘ওয়ার ২’। হৃত্বিক রোশন আর জুনিয়র এনটিআর মুখোমুখি এই ছবিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
এই সিনেমা শুধু দুই সুপারস্টারের লড়াই নয়, বরং দুই অঞ্চলের সিনেমা সংস্কৃতিরও এক মিলনমেলা। যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) ইতিহাসে এই প্রথম কোনও ছবির জন্য ভোর পাঁচটায় শো চালু করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় মুক্তির দিন ভোর থেকেই হলগুলো সরগরম হয়ে উঠবে, এমনটাই আশা করছে প্রযোজনা সংস্থা।
দক্ষিণের দর্শকদের কাছে ছবিটি আরও আপন করে তুলতেই তেলুগু ভাষার স্বত্ব রেকর্ড দামে বিক্রি হয়েছে। নাগা ভামসি পরিচালিত সিথারা এন্টারটেইনমেন্টস ৯০ কোটি টাকায় এই স্বত্ব কিনে নিয়েছে। বলিউডের ডাবড ছবির জন্য এত বড় অঙ্কে স্বত্ব বিক্রি এর আগে কখনও হয়নি।
‘ওয়ার ২’ আসলে ভারতের সবচেয়ে বড় স্পাই ইউনিভার্সের নতুন অধ্যায়। এখানে হৃত্বিক রোশনের এজেন্ট কবীর চরিত্রের মুখোমুখি হবে জুনিয়র এনটিআরের এজেন্ট বিক্রম। দুই মহাতারকার এই দ্বন্দ্বকে বলা হচ্ছে বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে এক অপ্রতিরোধ্য সংঘর্ষ।
পরিচালনা করছেন অয়ন মুখার্জি। আর নারী চরিত্রে থাকছেন কিয়ারা আডবানি। পুরো ছবির শুটিং ও প্রোমোশনে রয়েছে সর্বভারতীয় পরিকল্পনা। বিশেষ করে তেলুগু দর্শকদের জন্য স্থানীয় পর্যায়ে বিশাল প্রচারণা চালানো হচ্ছে। ওয়াইআরএফ এই প্রথম দক্ষিণের প্রযোজকের সঙ্গে অংশীদারি মডেলে রিলিজ করছে ছবি যাতে এই অঞ্চলকে আরও ভালো করে ছুঁয়ে যাওয়া যায়।
এখন পর্যন্ত যশ রাজ স্পাই ইউনিভার্সে এসেছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’। সেই ধারাবাহিকতায় এই ‘ওয়ার ২’ শুধু একটি সিনেমা নয়, বরং উত্তর বনাম দক্ষিণের চলচ্চিত্রিক ঐতিহাসিক লড়াইও বটে।
মুক্তির দিন সকাল হতেই বাজি-পটকা, শ্লোগান আর কাটআউট নিয়ে দক্ষিণের হলে হবে উৎসবের আবহ। বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন—প্রথম দিনেই রেকর্ড ভেঙে দেবে ছবিটি। সব মিলিয়ে এই আগস্টে ভারতের সিনেমা হলে শুরু হবে এক দুর্দান্ত উৎসব, আর সেই উৎসব শুরু হবে ভোর পাঁচটা থেকে!
এফপি/ টিকে