জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে আজ শুক্রবার (৪ জুলাই) রংপুরে জনসভা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
এতে প্রধান অতিথি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। আর প্রধান বক্তা হিসেবে থাকবেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।
শুক্রবার দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হবে জনসভার মূল আনুষ্ঠানিকতা। জনসভায় দুই লাখ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতৃবৃন্দ। ১৭ বছর পর এই জনসভা রংপুরে। এ উপলক্ষে সকাল থেকেই জনসভাস্থলে মানুষ আসতে শুরু করেছে । দূর-দূরান্ত থেকে রিকশা, অটোরিকশা, ভ্যান, ট্রাক ও কাভার্ড ভ্যানে করে জনসভায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৮ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের কবলে পড়ে হাজার হাজার মানুষ গুম, খুন, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে- এমন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয় এই জনসভায়। জনসভায় প্রধান বক্তা সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এছাড়া, আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও।
এ জনসভার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিতে চায় জামায়াতে ইসলামী। তারা বলছে এটাই একটি বৃহত্তর আন্দোলনের সূচনা।
এসএন