ফুসফুসের কারণে বিমানে উঠতে না পেরে রাস্তায় শেষ হল জোতার জীবন

দিন দশেক আগেই দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোতা। দেশ ও ক্লাবের হয়েও মধুর সময় কাটাচ্ছিলেন। ২৮ বছর বয়সী এই তারকার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন জোতা। তবে বিধাতা হয়তো গল্পটা অন্যভাবে লিখে রেখেছিলেন।

স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড। তার সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার ভাই আন্দ্রে সিলভাও। ২৬ বছর বয়সী সিলভাও পেশাদার ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় স্তরের একটি ক্লাবে খেলতেন তিনি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, স্পেনের জামোরা হয়ে উত্তর-পশ্চিমের সান্তান্দার পোর্টের দিকে যাচ্ছিলেন দুই ভাই। সেখান থেকে একটি ফেরি ধরে ইংল্যান্ডের পোর্টসমাউথে যাওয়ার পরিকল্পনা ছিল। সম্প্রতি ফুসফুসের অস্ত্রোপচার করানোর কারণে চিকিৎসকরা তাকে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিলেন। কারণ বিমানে অভ্যন্তরীণ চাপের কারণে জটিলতা সৃষ্টি হতে পারে।

মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে গাড়ি। মৃত্যু হয় জোতা ভাইদ্বয়ের।

সিএমটিভির কাছে সাংবাদিক ভিক্টর পিন্টো ব্যাখ্যা করেন, “দিয়াগো জোতা কখনও কখনও সড়কপথে ভ্রমণ করতেন কারণ তার একটি ফুসফুসের সমস্যা ছিল, যদিও সেটা গুরুতর ছিল না। আর আমরা জানি, দক্ষিণ ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে একটি ফেরি সংযোগ রয়েছে।” ডেইলি মেইল জানিয়েছে, ওই ফেরিটি ইংল্যান্ডের উদ্দেশে ছাড়ার কথা ছিল।

প্রাথমিক তদন্তে জানা যায়, দুই ভাই একটি ল্যাম্বরগিনিতে চড়ে বেনাভেন্তে শহরের দিকে যাচ্ছিলেন, যা দুর্ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্কাই স্পোর্টস জানায়, ১১২ নম্বরে ফোন করা হয়েছিল। তারা জানান, গাড়িটিতে আগুন লেগে যায় এবং তা আশেপাশের গাছপালায়ও ছড়িয়ে পড়ে। স্প্যানিশ পুলিশ এক বিবৃতিতে জানায়, “দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, একটি ল্যাম্বরগিনি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় চাকার বিস্ফোরণের কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। দুজন নিহত হয়েছে।’
জরুরি পরিষেবাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও খেলোয়াড়দের বাঁচানো সম্ভব হয়নি। গাড়ি পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে গাড়ির নাম্বারপ্লেট দেখে পরিচয় শনাক্ত করা হয়। পর্তুগিজ ফুটবলারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। জাতীয় দল বা ক্লাবের সতীর্থরা ছাড়াও অনেকেই শোক জানিয়েছেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম Jul 04, 2025
img
মন্দোদরী চরিত্রে পা রাখছেন কাজল? Jul 04, 2025
img
বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও 'কঙ্গুভা ২' -এর দাবি ফ্যানদের Jul 04, 2025
img
যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালাল ইসরায়েল Jul 04, 2025
img
পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ Jul 04, 2025
img
চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় নিহত ৩ Jul 04, 2025
img
‘আখণ্ড ২’তে কেন্দ্রীয় চরিত্রে বজরঙ্গি’র মুন্নি Jul 04, 2025
img
সিরিজে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের: জয়সুরিয়া Jul 04, 2025
img
রাবণ কি ফিরছেন আধুনিক রূপে: আল্লু অর্জুন-প্রশান্ত নীলের ‘রাবণম’ ঘিরে রহস্য Jul 04, 2025
img
পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, দাবি ভারতের Jul 04, 2025
img
কপিলকে ছুঁয়ে ধোনির পথে এগোচ্ছেন জাদেজা Jul 04, 2025
'জুলাইয়ের বিচারের আগে নির্বাচন হতে দেব না' Jul 04, 2025
গাজীপুরে বিএনপির সমাবেশ থেকে কি বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ? Jul 04, 2025
img
টানা তিন হিট, এক ক্যামিও: বলিউডে নির্ভরতার নাম অক্ষয় কুমার Jul 04, 2025
img
বাংলাদেশের রাষ্ট্রকাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই: সামান্তা শারমিন Jul 04, 2025
img
করণ জোহরের ফ্যান্টাসি থ্রিলারে রাজকুমার রাও Jul 04, 2025
img
টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি : ধর্ম উপদেষ্টা Jul 04, 2025
img
আমির খান, জাভেদ আখতার কি মারাঠি বলেন?প্রশ্ন নীতেশ রানের Jul 04, 2025
img
বার্সার আগ্রহ থাকলেও বিলবাওয়েই থাকছেন নিকো Jul 04, 2025
img
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি Jul 04, 2025